বেডিংহামের সেঞ্চুরি, উইলিয়ামের ৫; হ্যামিল্টনে লড়াইয়ের আভাস

  • নিউজরুম এডিটর
  • ০৩:৫১ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

নিউজিল্যান্ডকে ২১১ রানে বেধে ফেলে প্রথম ইনিংসে ৩১ রানের লিড নিয়েছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। সেই লিডটাকে বড় টার্গেটে রূপ দিতে নেমে শুরুতে হোঁচট খেলেও ডেভিড বেডিংহামের ব্যাটে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। স্বপ্ন দেখে কিউইদের বড় টার্গেট ছুড়াও। তবে বেডিংহাম টেস্ট ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি তোলার পর ১১০ রানে থামলে; এরপর আর বেশি দূর আগাতে পারেনি প্রোটিয়ারা।

শেষ ৩৩ রান তুলতে গিয়ে ৬ উইকেট হারিয়ে টার্গেটটাকে ২৬৭ রানে নিয়ে থামে প্রোটিয়ারা। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৪০ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। ম্যাচ জিততে টিম সাউদির দলকে আরও ২২৭ রান করতে হবে। অন্যদিকে ম্যাচের সঙ্গে সিরিজে ভাগ বসাতে প্রোটিয়াদের চাই ৯ উইকেট।

হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি প্রোটিয়ারা। দলীয় ৩৯ রানের মাথায় ফিরতে হয় দলটির তিন টপঅর্ডার ব্যাটারকে। এরপর জুবায়ের হামজাকে নিয়ে লম্বা সময় লড়াই করেন বেডিংহাম। জুবায়ের ১৭ রানে থামলে বেডিংঘামকে সঙ্গ দিতে আসেন কেগান পেটারসেন। তাদের দুজনের জুটিতে জমা হয় ৯৮ রান।

এরপর ৪৩ রানে পেটারসন ফিরলে শুরু হয় প্রোটিয়াদের ব্যাটিং ধস। সেই ধস সামাল দিতে পারেননি সেঞ্চুরি তোলা বেডিংহামও। ফেরার আগে ১৪১ বলে ১১০ রান এসেছে তার ব্যাট থেকে। শেষদিকে কেউ প্রতিরোধ গড়তে না পারলে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস থামে ২৩৫ রানে। তাতে আগের দিনের পাওয়া ৩১ রানের লিড মিলে কিউইদের সামনে টার্গেটটা গিয়ে দাঁড়ায় ২৬৭। কিউই বোলারদের মধ্যে ৩৪ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন উইলিয়াম ও’রোর্ক।

জবাব দিতে নেমে শুরুটা ভালোই করেছিল কিউইদের দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। মনে হচ্ছিল তৃতীয় দিনের শেষ বিকেলটা নিবিঘ্নেই কাটিয়ে দেবেন দু’জনে। ভালো একটা অবস্থানে থেকে চতুর্থ দিনটা শুরু করবেন। তবে শেষ পর্যন্ত পরাস্ত হয়ে উইকেট ছাড়তে হয়েছে কনওয়েকে। পিটের বলে কনওয়ে ব্যক্তিগত ১৭ রানে ফিরলে ১ উইকেটে ৪০ রানে শেষ হয় দিনের খেলা।

সংক্ষিপ্ত স্কোরকার্ড: তৃতীয় দিন শেষে
দক্ষিণ আফ্রিকা ২৪২ ও ২৩৫; (বেডিংহাম ১১০, পেটারসেন ৪৩; ও’রোর্ক ৫/৩৪, ফিলিপস ২/৫০)
নিউজিল্যান্ড ২১১ ও ৪০/১; (ল্যাথাম ২১*, কনওয়ে ১৭; পিট ১/৩)

খেলার দুনিয়া | ফলো করুন :