সোহান-কাণ্ডে মুখ খুলল রংপুর

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৪:১৯ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

বিপিএলে আজ কোনো খেলা নেই। কিন্তু বিপিএল নিয়ে আলোচনা বন্ধ নেই। আজ বিপিএল আলোচনায় চলে এসেছে নুরুল হাসান সোহানের সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিদেশী খেলোয়াড় ম্যাথিউ ফোর্ডের সঙ্গে হাতাহাতির খবরে। এ বিষয়ে আজ বিকেলে মুখ খুলেছে সোহানের দল রংপুর রাইডার্স। দলটির ম্যানেজার শানিয়ান তামিম জানিয়েছেন, হাতাহাতি হয়নি মোটেও, বিষয়টা স্রেফ ‘ফ্রেন্ডলি ব্যান্টার’ ছিল।

সোহান-ম্যাথিউ ফোর্ডের এই ঘটনা গণমাধ্যমে আসাটাকে তিনি প্রয়োজনীয়ই মনে করেন না। তিনি বলেন, ‘অন্য দলের খেলোয়াড়দের সঙ্গেও আমাদের সম্পর্ক খুব ভালো। ফোর্ড হোক বা অন্য যে কোনো দলের খেলোয়াড় হোক, আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা। বিদেশী খেলোয়াড় মানেই আমাদের অতিথি। সোহানের সঙ্গে যে ঘটনাটা ছড়িয়েছে সেটা বেশি ব্লোউন আউট অফ প্রপোর্শন। এটা আমি মনে করি না এটা মিডিয়াতেও আসার মতো কিছু।’ 

তিনি আরও যোগ করেন, এটা ছিল ‘ফ্রেন্ডলি ব্যান্টার’; আর এমন কিছু স্বাভাবিক বিষয়ই। তার ভাষ্য, ‘যেহেতু টিম হোটেল আমরা পাঁচ দল শেয়ার করি, সেহেতু এমন মজা ঠাট্টা হতেই থাকে। আমরা একটা ফ্লোর শেয়ার করি, এই দলের খেলোয়াড় ওদিকে যায়, ও এদিকে আসে, ও একটা কথা বলে, এ একটা কথা বলে… এমন হতেই থাকে। কিন্তু যে কথা ছড়িয়েছে রুমে ঢুকে হাতাহাতি হয়েছে, সত্যি বলছি, ওখানে আমি হাজির ছিলাম, ওখানে এমন কিছুই হয়নি; নেহায়েতই একটা ফ্রেন্ডলি ব্যান্টার ছিল।’

সেখানে কী হয়েছিল আসলে? তার উত্তরে শানিনান জানান, মূলত সংস্কৃতিগত পার্থক্যের কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তা আবার পাঁচ মিনিটের মধ্যে সমাধানও হয়ে গিয়েছিল। তিনি বলেন, ‘পুরো ঘটনা যদি জানতে চান, তাহলে বলি আমাদের কালচার আর বাইরের কালচার কিন্তু এক না। ওদের কথা আমাদের কথার ধরন এক রকম। সোহান আমার রুমে আসতে চাচ্ছিল, আমার রুমে আসতে গিয়ে রুম খুঁজছিল। তখন অন্য পাশ থেকে প্লেয়ারটা তাকে গ্রিট করার জন্যই হয়তো একটা কথা বলেছিল, যেহেতু ও অন্য দলের খেলোয়াড়, তার সঙ্গে একটা ফ্রেন্ডলি ব্যান্টার হচ্ছিল। আমরা চার পাঁচজন ওখানে ছিলাম, সবাই ওখানে মজা করেছি, এরপরেই ও ওর মতো লিফটে চলে গেছে, সোহান আমার রুমে চলে এসেছে। আমরা দুই ম্যানেজার মিলে বিষয়টা সমাধান করে দিয়েছি, পাঁচ মিনিটের ভেতর সবকিছুই ঠিক হয়ে গিয়েছিল।’

সংবাদ মাধ্যমে এসেছিল, তাদের দুজনের মধ্যে হাতাহাতিও হয়েছে বেশ। তবে এ বিষয়টি রংপুর ম্যানেজার উড়িয়েই দেন। বলেন, ‘ধাক্কাধাক্কি হয়নি। দুজনের কালচারটা ভিন্ন হওয়ায় দুই জনের কথা বলার ধরনটা একটু ভিন্ন ছিল। কিন্তু হাতাহাতি হলে দুই জনের একজন হাসপাতালে থাকত, দুজনের যা শক্তি… আপনারা এতক্ষণে হাসপাতালে থেকে এই খবরের রিপোর্ট করতে হতো।’

খেলার দুনিয়া | ফলো করুন :