রোহিত-জাদেজার সেঞ্চুরি ও সরফরাজ চমকে দিনটা ভারতের
সকালের সূর্য দেখেও কখনো কখনো পুরো দিনটা অনুমান করা যায় না। আর সেটা যদি হয় টেস্ট ক্রিকেট তবে তো একদমই নয়। রাজকোট টেস্টের প্রথম দিনটাও গেছে অনেকটা তেমনই। ৩৩ রানে ভারতের ৩ উইকেট তুলে নিয়েও দিনটা নিজের করতে পারেনি সফরকারী ইংল্যান্ড।
ঘুরে দাঁড়িয়ে সেঞ্চুরি তুলেছেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। সঙ্গে ব্যাট হাতে অভিষেক ম্যাচে নজর টানতে ভুল করেননি সরফরাজ খানও। এই তিন ব্যাটারের ব্যাটেই প্রথম দিনে ৫ উইকেট খরচায় স্কোরবোর্ডে ৩২৬ রান ভারতের। ১১০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন জাদেজা।
অথচ, ১-১ সমতায় থাকা সিরিজের তৃতীয় টেস্টে ব্যাট হাতে মাঠে নেমেই মহাবিপদে পড়ে গিয়েছিল ভারত। রোহিত শর্মা উইকেটের অপর প্রান্তে দাঁড়িয়ে দেখছিলেন মার্ক উডের সামনে তার দলের ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ। ৩৩ রানেই নেই ৩ উইকেট। এই রকম কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে উইকেটে ঠেলে দুই অভিষিক্ত সরফরাজ খান ও ধ্রুব জুরেলের কাউকেই ঠেলে দেয়নি ভারত। ব্যাট হাতে নামেন চোট কাটিয়ে ফেরা রবীন্দ্র জাদেজা। অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে টানলেন এই ব্যাটার। সঙ্গ দিলেন অধিনায়ককে।
রোহিত-জাদেজা জুটিতে বিপদ কাটাল ভারত। এরপর রোহিত ১৩১ রানে ফিরলেও ততক্ষণে চতুর্থ উইকেট জুটিতে দু’জনে মিলে জমা করেছেন ২০৪ রান। জাদেজার পায়ের নিজের মাটিটাও ততক্ষণে শক্ত হয়ে গিয়েছে। নিজেও রয়েছেন সেঞ্চুরির পথে।
তাকে সঙ্গ দিতে উইকেটে আসে প্রথমবার টেস্ট খেলতে নামা সরফরাজ খান। শুরুতে এই ব্যাটারকে সাহস দেওয়াটাই ছিল জাদেজার কাজ। এই তরুণের সঙ্গে কথা বলে সেটাও বেশ দক্ষতার সঙ্গেই করেছেন জাদেজা। সাহস পেয়ে এই তরুণও হাত খুলে খেলেছে। জাদেজাকে সেঞ্চুরির জন্য অপেক্ষায় রেখে অপর পাশ থেকে মেরে খেলে ৪৮ বলে ফিফটি তুলে নিয়েছে এই তরুণ।
এরপরও সেঞ্চুরি তোলা হচ্ছিল না জাদেজার। অপেক্ষা কেবলই বাড়ছিল। তবে দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখলেও শেষ পর্যন্ত ভক্তদের অপেক্ষার প্রতিদান সেঞ্চুরি তোলে মিটিয়েছেন জাদেজা। বল মোকাবেলা করেছেন ১৯৮টি। তাতে সেঞ্চুরির জন্য নিজের অপেক্ষাটাও ফুরিয়েছে জাদেজার। সবশেষ ২০২২ সালের জুলাই মাসে ব্রামিংহ্যামে এই ইংল্যান্ডের বিপক্ষেই সেঞ্চুরি পেয়েছিলেন জাদেজা।
অভিষেক টেস্টেই দারুণ সব শটে নজর কাড়ছিলেন সরফরাজ। ৪৮ বলে ফিফটি তুলে দলকে টানছিলেন বড় সংগ্রহের পথে। তবে জাদেজার সেঞ্চুরির ঠিক আগেই ঘটল বিপত্তিটা। দু’জনের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে শেষ পর্যন্ত ৬২ রানে থামতে হলো সরফরাজকে। এরপর অবশ্য আর কোনো ভুল করেনি ভারত। দিনের বাকি কয়েক ওভার কুলদীপ যাদবকে নিয়ে কাটিয়ে দিয়েছেন জাদেজা।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ (প্রথম দিন শেষে)
ভারত: ৩২৬/৫; (রোহিত ১৩১, জাদেজা ১১০*, সরফরাজ ৬২; উড ৩/৬৯)