সেঞ্চুরি হাঁকিয়ে একগাদা রেকর্ড ছুঁলেন রোহিত

  • নিউজরুম এডিটর
  • ০৯:২৮ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

একটা ম্যাচ কত কিছুই না বদলে দেয়। বদলে যেতে পারত রোহিত শর্মার পুরো জীবনটাই। স্রেফ একটা হারের কারণেই তার নামের পাশে হতে হতেও যুক্ত হয়নি বিশ্বকাপজয়ী অধিনায়কের তকমা। যদিও সে সব এখন কেবল হতাশাজনক এক অতীত। সেই দুঃখ ভুলে মাঠের ক্রিকেটে ফিরলেও সময়টা নিজের করতে পারছিলেন না অধিনায়ক রোহিত। মাঝের সময়টাতে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হারাতে হয়েছে তাকে। শঙ্কায় ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাও।

তবে সেই শঙ্কা দূর হয় বৃহস্পতিবার। অধিনায়ক হিসেবেই বিশ্বকাপে যাচ্ছেন জানতেই যেন হাফ ছাড়েন রোহিত। গুমরো মুখো ব্যাটটাও হাসতে সময় নিল না এক মুহূর্ত। রাজকোট টেস্টে ধুঁকতে থাকা দলকে একাই টেনে তুললেন এই ব্যাটার। সেঞ্চুরির সঙ্গে ছুঁলেন একাধিক মাইলফলকও।

অথচ এদিন ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে দল তখন রীতিমতো দিশেহারা। তার ওপর দলে নেই বিরাট কোহলি-শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলের মতো পরীক্ষিত ব্যাটাররা। উল্টো দলে অভিষিক্ত দুই তরুণ ক্রিকেটার। তাই ব্যাট হাতে নেতৃত্ব দিতেই হতো তাকে। ঘুরে দাঁড়ানোর নজির রাখতে হতো তরুণদের সামনে। সেই কাজটাই করেছেন রোহিত। ২৭ রানের মাথায় পাওয়া সুযোগটা কাজে লাগিয়ে জাদেজাকে নিয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। ১৯৬ বলে ১৪টি চার ও তিনটি ছক্কায় ১৩১ রান করে ফেরার আগে বাকিদের দেখিয়ে গেছেন পথ।

পথে রোহিত ছুঁয়েছেন বেশ কিছু রেকর্ডও। এর মধ্যে প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষেই টেস্টে ১০০০ রান পেরিয়ে গেছেন তিনি। ২৩ ইনিংসে যেখানে তার সেঞ্চুরি তিনটি ও ফিফটি চারটি। এছাড়াও ২০১৯-২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হওয়ার পর সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটাও এখন রোহিতের। এ সময়ে সবচেয়ে বেশি আটটি সেঞ্চুরি রোহিতের। ভারতের হয়ে রোহিতের পর সমান ৪টি করে সেঞ্চুরি আছে মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি ও রিশভ পান্তের।

টেস্টে ছক্কার রেকর্ডে এদিন মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলেছেন রোহিত। ধোনির ৭৮ ছক্কা ছাড়িয়ে রোহিতের ছক্কার সংখ্যা এখন ৮০টি। ভারতের হয়ে সর্বাধিক টেস্ট ছক্কা হাঁকানো শেবাগের চেয়ে মাত্র ১০টি ছক্কা দূরে এই আগ্রাসী ওপেনার। শুধু ছক্কা নয় একইদিনে সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে ভারতের হয়ে চতুর্থ সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় উঠে এসেছেন রোহিত। তার রান এখন ১৮ হাজার ৬৪২। এ তালিকায় সবার উপরে শচীন টেন্ডুলকার। তার রান ৩৪ হাজার ৩৫৭। পরের দুটি স্থানে আছেন বিরাট কোহলি (২৬৭৩৩) ও রাহুল দ্রাবিড় (২৪২০৮)।

খেলার দুনিয়া | ফলো করুন :