সরফরাজের রানআউটকে ‘নিজের ভুল’ বললেন জাদেজা 

সরফরাজের রানআউটকে ‘নিজের ভুল’ বললেন জাদেজা 

অভিষেকটা হতো পারতো আরও রঙিন। হয়তো ব্যাট উঁচিয়ে সেঞ্চুরি উদযাপনে মেতে উঠতেন। তবে সেসব আপাতত স্বপ্ন। যা কাটা পড়েছে রানআউটে। টেস্ট অভিষেকের দিনে রাজকোট টেস্টে তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নামেন সরফরাজ খান। সেখানে নিজের জাত চেনাতে খুব একটা সময় নেননি তিনি। ওয়ানডে মেজাজে ৪৮ বলেই তোলেন ফিফটি। 

তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল জাদেজাকে ৯০-এ থামিয়ে তৃতীয় সেশনেই সেঞ্চুরি তুলে নিবেন সরফরাজ। তবে সেই ধাক্কাটা আসে দিন শেষের খানিক আগে। ৮২তম ওভার, ৯৯ রানে অপরাজিত জাদেজা, আছেন স্ট্রাইক প্রান্তে। জেমস অ্যান্ডারসনের বলে মিড-অনে ঠেলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরিতে পৌঁছাতে চেয়েছিলেন এই বাঁহাতি অল-রাউন্ডার। তবে বল সোজা আরেক পেসার মার্ক উডের হাতে। বিপদ বুঝে সরফরাজকে ফিরে যেতে বললেও ততক্ষণে উডের ডিরেক্ট থ্রোয়ে রানআউট নন-স্ট্রাইকের ব্যাটার। 

৬৬ বলে ৬২ রানে আউট হন সরফরাজ। যা অভিষেক ইনিংস হিসেবে থাকবে ভালোর কাতারেই। তবে আচমকা এক ভুলে এমন আউটে কিছুটা আক্ষেপ হয়তো থেকেই যাচ্ছে! সেটি বোঝা যাচ্ছিল জাদেজার চোখেমুখে। এদিকে ড্রেসিংরুমেও দেখা মিলে নাখোশ রোহিতের। 

এমন ঘটনার জের ধরে দিনের খেলা শেষে সরফরাজের কাছে একরকম মাফই চাইলেন জাদেজা। জানালেন ভুলটা আসলে তারই। গতকাল (বৃহস্পতিবার) রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সরফরাজকে ট্যাগ করে পোস্ট করেন জাদেজা। সেখানে তিনি লিখেন, ‘খারাপ লাগছে। এটা আমার ভুল কল ছিল। ভালো খেলেছ (সরফরাজ)।’ 

রাজকোট টেস্টের প্রথম দিন শেষে সেঞ্চুরি তুলে ১১০ রানে অপরাজিত আছেন জাদেজা। এর আগে রোহিত খেলেছেন ১৩১ রানের দারুণ এক ইনিংস। এতে ৫ উইকেটে ৩২৬ থেকে দ্বিতীয় দিন শুরু করবে স্বাগতিকরা।

সম্পর্কিত খবর