উইলিয়ামসন ছন্দে প্রোটিয়াদের বিপক্ষে কিউইদের প্রথম সিরিজ জয়
শিরোনাম শুনে কিছুটা অবাক বনেই যাওয়ার কথা। এর আগে ১৭টি সিরিজে ৪টিতে ড্র করলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পায়নি নিউজিল্যান্ড। তবে অবশেষে ঘুচল ৯২ বছরের আক্ষেপ। হ্যামিলটন টেস্টে প্রথম ইনিংসে কিছুটা এলোমেলো ব্যাটিং করলেও দ্বিতীয় ইনিংসে যেন তা পুষিয়ে দিলেন ব্যাট হাতে ম্যাচের জয়ের নায়ক কেন উইলিয়ায়মসন। তার অপরাজিত ১৩৩ রানের ভরেই ৭ উইকেটের সহজ জয় পেয়েছে কিউইরা। এতে দুই ম্যাচের সিরিজ ২-০ তে জিতে নিল স্বাগতিক দল।
১৯৩২ সালে প্রথমবারের মতো টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যায় দক্ষিণ আফ্রিকা। সেটি ছিল দুই দলের প্রথম টেস্ট সিরিজ। সেখান থেকে ৯২ বছরের মোট ১৭টি সিরিজ খেলে একটিতেও জিতেছিল না কিউইরা। ২০২৪ এ এসে খুলল সেই খাতা। তবে দক্ষিণ আফ্রিকার এই ‘আনকোরা’ দলের বিপক্ষে অনেকটা অনুমেয়ই ছিল এই জয়। তবে আলাদা করে কৃতিত্বটা উইলিয়ামসনকে দেওয়াই যায়।
হ্যামিলটন টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২৪২ রান তোলে প্রোটিয়ারা। অভিজ্ঞ বোলিং লাইনআপের বিপরীতে অচেনা ব্যাটিং লাইনআপ। এমন অনেক্তেই দেখে রেখেছিল। তবে বোলিংয়ে বেশ তাক লাগিয়ে দেয় সফরকারীরা। স্পিন ঘূর্ণিতে ডেন পিন নেন পাঁচ উইকেট। এতেই ২১১ রানেই গুটিয়ে যায় কিউই ব্যাটাররা। যেখানে নেই কোনো ফিফটির ইনিংস। সর্বোচ্চ ৪৩ উইলিয়ামসনের।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ভালো জবাব দিতে থাকে নেইল ব্রান্ডের দল। তবে যেন সেই অভিজ্ঞতার কাছেই হার। শেষ ৩৩ রান তুলতেই নেই ৬ উইকেট। এতে দ্বিতীয় ইনিংসে ২৩৫ রানের সংগ্রহ পেলে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৭ রানের।
হাতে দুই দিনেরও বেশি সময়। তৃতীয় দিনের তৃতীয় ইনিংসে ব্যাট পায় টিম সাউদির দল। এতে লক্ষ্যটা সহজ মনে হলেও পরিসংখ্যান বলছিল ভিন্ন কিছু। কেননা হ্যামিলটনের এই মাঠে এর আগে এতো রান তাড়া করে জেতেনি কোনো দল। এদিকে এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি সিরিজও জেতেনি নিউজিল্যান্ড। সব সমীকরণ যখন কিউইদের বিপক্ষে তখন উইলিয়ামসনের ব্যাট লেখল ইতিহাস।
সিরিজের প্রথম টেস্টে দুটি সেঞ্চুরি করা উইলিয়ামসন দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে হাঁকালেন আরও একটি। তার লাল বলের ক্রিকেটে ৩২তম সেঞ্চুরি কিউইদের শুরু সিরিজই জেতাইনি গড়েছে ইতিহাসও। এতে নিশ্চিতভাবেই সিরিজসেরার খেতাব থাকলো উইলিয়ামসনের হাতেই।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৪২/১০
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ২১১/১০
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ২৩৫/১০
নিউজিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ২৬৭, আগের দিন ৪০/১) ৯৪.২ ওভারে ২৬৯/৩ (ল্যাথাম ৩০, কনওয়ে ১৭, উইলিয়ামস ১৩৩*, রাভিন্দ্রা ২০, ইয়াং ৬০*; প্যাটারসন ২২-৫-৫৮-০, মোরেকি ১৮.২-৪-৪৪-০, পিট ৩২-৪-৯৩-৩, ফন বার্গ ১৬-০-৬০-০, দু সুয়াত ৬-৩-৭-০)।
ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।
সিরিজ: ২ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: উইলিয়াম ও'রোক।
সিরিজসেরা: কেন উইলিয়ামসন।