রবির সঙ্গে জুটি বাধল বাংলাদেশ ক্রিকেট
আবারও রবির সাথে পার্টনারশিপ শুরু হলো বাংলাদেশ ক্রিকেট দলের। তৃতীয় বারের মতো বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর হয়েছে টেলিকমিউনিকেশন এই প্রতিষ্ঠান।
স্পন্সর হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত, অর্থাৎ সাড়ে তিন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ হয়েছে রবি। শুক্রবার মিরপুরে বিসিবি'র কার্যালয়ে এ বিষয়ক চুক্তি স্বাক্ষর করে বিসিবি ও রবি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, এবং বিসিবির মিডিয়া উইংয়ের চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এবং বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত রবি বিসিবি'র স্পন্সর হিসেবে যুক্ত ছিল। এই সময়ের মধ্যে ভারত এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাক টু ব্যাক ওয়ানডে সিরিজ জেতে৷ অস্ট্রেলিয়াকে হারানো একমাত্র টেস্টেও স্পন্সর ছিল রবি।
২০১৬ সাল এশিয়া কাপে রানার্স আপ কিংবা ২০১৭ এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নেওয়ার সময়ে জার্সিতে থেকে নাম উজ্জ্বল করে রবি।
এছাড়াও রবি'র ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইন থেকে বাংলাদেশ পেয়েছে এই সময়ের ঝড় তোলা পেসার এবাদত হোসেনকে। এবার দেখার অপেক্ষায় নতুন ইনিংসে কেমন হয় রবি এবং বাংলাদেশ ক্রিকেটের পার্টনারশিপ।