হারের বৃত্ত ভাঙতে খুলনার চাই ১২৯

হারের বৃত্ত ভাঙতে খুলনার চাই ১২৯

একদল টানা ৯ ম্যাচ হেরেছে। আরেক দল হেরেছে নিজেদের সবশেষ পাঁচ ম্যাচ। তাই দু’দলের সামনেই আজ হারের বৃত্ত ভাঙার ম্যাচ। এমন ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টসে জিতে শুরুতে ব্যাট করতে নামলেও বড় টার্গেট ছুঁড়তে পারেনি দুর্দান্ত ঢাকা। খুলনার নিয়ন্ত্রিত বোলিংয়ে ঢাকার পুঁজি দাঁড়িয়েছে ৭ উইকেটে মাত্র ১২৮ রান।

প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখার ম্যাচে আজ জয়ের বিকল্প নেই খুলনার সামনে। এমন সমীকরণে বল হাতে দুর্দান্ত শুরু করতে ভুল করেনি দলটি। দলীয় ১৮ রানে পরপর দুই ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে চেপে ধরে ঢাকাকে। সেই চাপে কাটা পড়েন দারুণ খেলতে থাকা অ্যাডাম রোসিংটনও। ১২ বলে ১৮ রান করে ফিরেন এই ব্যাটার।

এরপর মাঝে অ্যালেক্স রস ও ইরফান শুক্কুর চাপ কাটাতে নেমে রয়েসয়ে ব্যাট চালিয়ে উল্টো চাপ বাড়িয়ে সাজঘরের পথ ধরেন। রস ৩৫ বলে করেন ২৫ রান। অন্যদিকে ২৬ বলে ২৫ করে সাজঘরে ফিরতে হয় শুক্কুরকে।

শেষদিকে দায়িত্ব নিতে পারেনি দলের বাকি ব্যাটাররাও। অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ২৩ বলে করা ২৬ রান ও শেষ দিকে চতুরঙ্গ ডি সিলভার করা ১৭ রান দলকে মোটামোটি একটা পজিশনে দাঁড় করিয়েছে। এখন বাকি দায়িত্বটা নিতে হবে ঢাকার বোলারদেরকেই।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
দুর্দান্ত ঢাকা: ১২৮/৭; (রস ২৫, শুক্কুর ২৫, মোসাদ্দেক ২৬, ডি সিলভা ১৭*; পার্নেল ৩/১৯, মুগ্ধ ৩/১৮)

সম্পর্কিত খবর