টেস্টে পাঁচশ উইকেটের অভিজাত ক্লাবে অশ্বিন

টেস্টে পাঁচশ উইকেটের অভিজাত ক্লাবে অশ্বিন

টেস্টে পাঁচশ উইকেটের মাইলফলকের উদযাপনটা আগের টেস্টেই সেরে রেখেছিলেন রবীচন্দ্রন অশ্বিন। তবে শেষ পর্যন্ত তাতে বাদ সাধে টিভি আম্পায়ার। পরে আর সেই টেস্টে উইকেট না পেলে মাইলফলক স্পর্শ করার অপেক্ষা বাড়ে অশ্বিনের। সেই অপেক্ষাটা অবশ্য বেশি বাড়তে দেননি অশ্বিন। রাজকোটে তৃতীয় টেস্টে বল হাতে মাঠে নেমেই দলকে প্রথম সাফল্য এনে দিয়েছেন অশ্বিন। আর নিজে নাম লিখিয়েছেন টেস্ট বোলারদের অভিজাত ক্লাবে।

নবম বোলার হিসেবে অশ্বিন ছুঁয়েছেন টেস্টে পাঁচশ তম উইকেটের মাইলফলক। যা তাকে অনিল কুম্বলের পর করেছে দ্বিতীয় ভারতীয় বোলার। এই কীর্তি গড়তে ৯৮টি টেস্ট খেলতে হয়েছে তাকে। যা এই ক্লাবে নাম লেখানোদের মধ্যে দ্বিতীয় দ্রুততম।

এদিন অবশ্য ব্যাট হাতে শুরু থেকেই আগ্রাসন চালাচ্ছিল ইংলিশ ব্যাটাররা। ভারতের প্রথম ইনিংসে করা ৪৪৫ রানের জবাবে ব্যাট হাতে দুই ইংলিশ ওপেনার চড়াও হচ্ছিলেন ভারতীয় বোলারদের ওপর। ১৩ ওভারের মধ্যে স্কোরবোর্ড জমা করেছিলেন ৮৯ রান। জুটি ভাঙতে ১৪তম ওভারে বল হাতে তুলে নিয়েই দলকে সাফল্য এনে দেন অভিজ্ঞ এই স্পিনার। ১৫ রানে থাকা জ্যাক ক্রাওলিকে ফেরান তিনি। যা তাকে নিয়ে গেছে টেস্টের অভিজাত ক্লাবে।

২০১১ সালের নভেম্বরে ভারতের হয়ে অভিষেক হয় অশ্বিনের। গত এক দশক ধরে ঘরের মাটিতে অশ্বিন হয়ে উঠেছেন ভারতের প্রধান অস্ত্র। অভিজাত ক্লাবে নাম লেখানোর পথে অশ্বিন মোট ৩৪ বার পাঁচ উইকেট শিকার করেছেন। আটবার নিয়েছেন দশ বা তার বেশি উইকেট।

টেস্টে সবচেয়ে বেশি ৮০০ উইকেট মুতিয়া মুরালিদরনের। পরের অবস্থানে থাকা শেন ওয়ার্নের উইকেট সংখ্যা ৭০৮। ভারতীয়দের মধ্যে এই তালিকায় থাকা অনিল কুম্বলের উইকেট সংখ্যা ৬১৯টি। অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন (৭০৮), ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (৬৯৬), ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড (৬০৪), অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালস (৫১৯) ও অস্ট্রেলিয়ার নাথান লায়ন (৫১৭)।

সম্পর্কিত খবর