অশ্বিনের পাঁচশ ছোঁয়ার দিনে ডাকেটের সেঞ্চুরি, চাপে ভারত
রাজকোট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে ব্যাট করতে নামলেও সংগ্রহটা খুব বেশি বাড়েনি ভারতের। আগের দিনের সঙ্গে আরও ১১৯ রান যোগ করেই শেষ হয় ভারতের প্রথম ইনিংস। জবাবে শেষ বিকেলে ব্যাট হাতে ‘বাজবল’ ক্রিকেট খেলেছে ইংল্যান্ড। রান তুলেছে ওভার প্রতি প্রায় ৬ এর কাছাকাছি। তাতে দ্বিতীয় দিন শেষে ৩৫ ওভারে স্কোরবোর্ডে সফরকারীদের পুঁজি ২ উইকেটে ২০৭। ১৩৩ রানে অপরাজিত রয়েছেন ইংলিশ ওপেনার বেন ডাকেট।
অবশ্য ইংল্যান্ডের বাজবলের দিনে ভারতের শিরোনাম রবীচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এদিন টেস্ট ক্যারিয়ারের ৫০০ তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। নবম টেস্ট বোলার হিসেবে নাম লিখিয়েছেন অভিজাত ক্রিকেটারদের ক্লাবে।
তার দিনে ইংলিশদের স্বস্তি বেন ডাকেটের ব্যাটিং। বাজবলের ব্যাকরণ মেনে ব্যাট চালিয়েছেন তিনি। অপর প্রান্তে উইকেট পড়লেও রান তোলায় গতি কমাননি তিনি। দ্রুত রান তুলে পাল্টা চাপে ফেলেছেন ভারতীয় বোলারদের। পথে জ্যাক ক্রাউলি ১৫ রানে ও অলি পোপ ৩৯ রানে ফিরলেও ৮৮ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ব্যাটার। যা ভারতের মাটিতে ভারতের বিপক্ষে তৃতীয় দ্রুততম টেস্ট সেঞ্চুরি।
এদিন ১১৮ বলে ১৩৩ রান করেছেন ডাকেট। যেখানে ছিল ২১টি চার ও ২টি ছয়ের মার। তার অমন আগ্রাসী ব্যাটিংয়েই চাপে আছে ভারত। তৃতীয় দিনে ফের ব্যাটিংয়ে নামবেন এই ব্যাটার। তাকে সঙ্গ দিতে নামবেন জো রুট। যাদের ব্যাটিংয়েই ভারতের ৪৪৫ রান টপকে যাওয়ার স্বপ্ন দেখছে ইংলিশরা। তবে সেটি করতে আরও ২৩৮ রান করতে হবে বেন স্টোকসের দলকে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড: (দ্বিতীয় দিন শেষে)
ভারত: ৪৪৫; (রোহিত ১৩১, জাদেজা ১১২, সরফরাজ ৬২, জুরেল ৪৬; উড ৪/১১৪, রেহান ২/৮৫)
ইংল্যান্ড: ২০৭/২; (ডাকেট ১৩৩, পোপ ৩৯; অশ্বিন ১/৩৭)