সাকিবের ফিফটিতে চট্টগ্রামকে কঠিন চ্যালেঞ্জ রংপুরের
গত ম্যাচে খুলনার বিপক্ষে ৬৯ রানের একটা ইনিংস খেলেই রানে ফিরেছেন সাকিব। সেই ফর্মটা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও টেনে এনেছেন এই বাঁহাতি। করেছেন ৩৯ বলে ৬২ রান। আর তাতেই চট্টগ্রামকে ১৮৭ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তার দল রংপুর রাইডার্স।
এদিন অবশ্য টসে জিতে ব্যাট করতে নেমে রংপুরের শুরুটা হয়নি ভালো। রনি তালুকদার ১৯ বলে ২৫ রান করে সাজঘরে ফিরলে সুবিধা করতে পারেনি রেজা হেনরিক্স ও ব্র্যান্ডন কিং। দু’জনেই বল নষ্ট করে চাপ বাড়িয়েছেন। তাই দলকে ভালো অবস্থানে দাঁড় করিয়ে রেখে আসার দায়িত্বটা নিতে হতো সাকিবকেই। সেই দায়িত্বটা অবশ্য ভালোভাবেই সামলিয়েছেন তিনি।
পথে নুরুল হাসান সোহান ও মাহেদী হাসান ও জেমি নিশাম ফিরলেও ব্যাট হাতে দায়িত্ব নিয়েছেন সাবিক। তার ব্যাটিংয়েই কখনো রানের চাপে পড়তে হয়নি রংপুরকে। মাঝে ১৭ বলে ৩৪ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন মেহেদীও।
সাকিব ৩৯ বলে ৩ ছয় ও ৫ চারে ৬২ রান করে ফিরলে দলকে শক্ত অবস্থানে রেখে আসেন শামিম পাটুয়ারি। শেষ দিকে তার ৯ বলে ১৭ রানের ঝড়ো ইনিংসে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৮৭ রান। চট্টগ্রামের বোলারদের মধ্যে ২৭ রান খরচায় তিন উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
রংপুর রাইডার্স: ১৮৭/৮ ; (রনি ২৫, সাকিব ৬২, মেহেদী ৩৪; শেফার্ড ৩/২৭)