সবার আগে প্লে অফে রংপুর
চলতি বিপিএলে দশম ম্যাচে এসে অস্থম জয়ের দেখা পেল রংপুর রাইডার্স। আর তাতেই সবার আগে প্লে অফ নিশ্চিত হয়ে গিয়েছে দলটির। প্লে অফ নিশ্চিত করার ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৮৮ রানের বিশাল টার্গেট ছুড়ে রংপুর জয় তুলেছে ১৮ রানে।
এদিন সাকিবের ৬২ রানের সুবাদে স্কোরবোর্ডে শক্ত ভিত পায় রংপুর। যা টপকে ম্যাচ জেতা কঠিন হয়ে উঠে দলটি ৩২ রানে তিন উইকেট খুয়ালে। এরপর রোমারিও শেফার্ড এক প্রান্ত আঘলে রেখে ব্যাট হাতে তাণ্ডব চালালেও সঙ্গ পাননি বাকিদের থেকে। তার ৩০ বলে করা ৬৬ রানের অপরাজিত ইনিংস কেবলই হারের ব্যাবধান কমিয়েছে।
বাকিদের অতিরিক্ত বল নষ্ট করা চেষ্টা করেও পুষিয়ে দিতে পারেননি এই ক্যারিবীয় ব্যাটার। হারতে হয়েছে ১৮ রানের ব্যবধানে। রংপুরের বোলারদের মধ্যে ডারউইন প্রটোরিয়াস ছিলেন সবচেয়ে কিপটে। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৪ রান খরচায় ৩ উইকেট তুলেছেন তিনি।
এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে রংপুরের শুরুটা হয়নি ভালো। রনি তালুকদার ১৯ বলে ২৫ রান করে সাজঘরে ফিরলে সুবিধা করতে পারেনি রেজা হেনরিক্স ও ব্র্যান্ডন কিং। দু’জনেই বল নষ্ট করে চাপ বাড়িয়েছেন। তাই দলকে ভালো অবস্থানে দাঁড় করিয়ে রেখে আসার দায়িত্বটা নিতে হতো সাকিবকেই। সেই দায়িত্বটা অবশ্য ভালোভাবেই সামলিয়েছেন তিনি।
পথে নুরুল হাসান সোহান ও মাহেদী হাসান ও জেমি নিশাম ফিরলেও ব্যাট হাতে দায়িত্ব নিয়েছেন সাবিক। তার ব্যাটিংয়েই কখনো রানের চাপে পড়তে হয়নি রংপুরকে। মাঝে ১৭ বলে ৩৪ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন মেহেদীও।
সাকিব ৩৯ বলে ৩ ছয় ও ৫ চারে ৬২ রান করে ফিরলে দলকে শক্ত অবস্থানে রেখে আসেন শামিম পাটুয়ারি। শেষ দিকে তার ৯ বলে ১৭ রানের ঝড়ো ইনিংসে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৮৭ রান। চট্টগ্রামের বোলারদের মধ্যে ২৭ রান খরচায় তিন উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
রংপুর রাইডার্স: ১৮৭/৮ ; (রনি ২৫, সাকিব ৬২, মেহেদী ৩৪; শেফার্ড ৩/২৭)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৬৯/৬; ( ব্রুস ২৪, শেফার্ড ৬৬*; প্রটোরিয়াস ৩/১৪)
ফল: রংপুর রাইডার্স ১৮ রানে জয়ী।