মা অসুস্থ, টেস্ট মাঝপথে দল ছাড়লেন অশ্বিন
রাজকোট টেস্টের দ্বিতীয় দিন। নিজের টেস্ট ক্যারিয়ারে রবিচন্দ্রন অশ্বিনের জন্য দিনটি নিঃসন্দেহে মনে রাখার মতো। ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৪৫ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে বোলিংয়ে শুরুতে বিবর্ণ স্বাগতিক দলের বোলাররা। শুরুর উইকেট যখন খুঁজে ফিরছিল অশ্বিন তখন অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে। ৪৯৯ উইকেট তার ঝুলিতে। পাঁচশ’য়ের অভিজাত ক্লাবে প্রবেশে দেরি কেবল ১ উইকেট। এবং সেটি তুলে নিলেন ইংলিশদের ওপেনিং জুটি ভেঙে।
দলীয় ৮৯ রানে জ্যাক ক্রলিকে ফিরিয়ে ৫০০তম উইকেট নেন এই অফ ব্রেক স্পিনার। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় স্পিনার হিসেবে টেস্টে এই কীর্তি গড়েন অশ্বিন। তবে রাজকোট টেস্টের গুরুত্বপূর্ণ মোড়ের সময় বাকি ৩ দিন আর খেলতে পারবেন না তিনি। না কোনো চোট নয়, ভিন্ন এক কারণে নিজের কীর্তি ছোঁয়ার উল্লাসের দিনে কিছুটা মনঃক্ষুণ্ণও হতে হয়েছে তাকে।
টেস্টের মাঝেই হঠাতই রাজকোট থেকে চেন্নাই উড়ে যেতে হচ্ছে অশ্বিনকে। তার মা গুরুতর অসুস্থ থাকায় টেস্ট মাঝে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে এই অলরাউন্ডারকে। ঠিক কি ধরণের অসুস্থতা এ নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ না হলেও অশ্বিনের এই কঠিন সময়ে তাকে সমর্থন দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড, বিসিসিআই।
হঠাতই দল ছাড়া নিয়ে ‘এক্স’ প্লাটফর্মের এক পোস্টে বিসিসিআই সহসভাপতি রাজিব শুক্লা, অশ্বিনের মা গুরুতর অসুস্থ। মায়ের পাশে থাকতেই চেন্নাই যাচ্ছেন তিনি। আমরা তার (অশ্বিনের মায়ের) দ্রুত সুস্থতা কামনা করছি।