কুলদীপ ঘূর্ণিতে তৃতীয় দিনের প্রথম সেশন ভারতের
রাজকোট টেস্টে দ্বিতীয় দিনে সবকটি উইকেট হারিয়ে ৪৪৫ রানের বড় সংগ্রহ পায় ভারত। এতে ব্যাটিংয়ে সেই বাজবল নিয়েই নামেন ইংলিশরা। ব্যাট হাতে মূলত তাণ্ডব চালাতে থাকেন বেন ডাকেত। দ্বিতীয় দিনে ইংল্যান্ড ব্যাটিং পায় ৩৫ ওভার। সেখানে তারা ২ উইকেট হারিয়ে রান তোলে ২০৭। অর্থাৎ, বলের হিসেবে স্রেফ ৩ রান কম। ভারতের বড় সংগ্রহকে যেন তোয়াক্কায় করেনি বেন স্টোকসের দল।
এদিকে তৃতীয় দিনে মাঠে নামার আগে ভারতীয় বোলিংভাগে আরেক দুঃসংবাদ। পারিবারিক কারণে টেস্টের বাকি ৩ দিন খেলবেন না ৫০০ উইকেটের মালিক রবিচন্দ্রন অশ্বিন। তবে এই অবস্থায় বোলিংয়ের হাল ধরেন আরেক স্পিনার কুলদীপ যাদব। যদিও ইংলিশ ব্যাটিংয়ে দিনের শুরুর ধাক্কা দেয় জাসপ্রীত বুমরাহ। দলীয় ২২৪ রানের মাথায় ফেরান জো রুটকে।
এরপরের ওভারেই রান খাতা না খুলা জনি বেয়ারস্টোকে সাজঘরের রাস্তা মাপান কুলদীপ। তবে সেই গতিতেই এগোচ্ছিলেন ডাকেট। ১৩৯ বলেন করেন ১৫০ রান। তবে এরপরই তার ডাবল সেঞ্চুরির স্বপ্নে পড়ে ভাটা। বল হাতে ফের কুলদীপ জাদু। ১৫১ বলে ১৫৩ রান করে ফেরেন ডাকেট।
এতে দিনের প্রথম সেশনে আগের দিনের ছন্দ ধরে রাখাতে ব্যর্থ সফরকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৬১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান তুলেছে ইংল্যান্ড। ভারতের থেকে এখনো ১৫৫ রান পিছিয়ে আছে তারা।