টেস্টে দ্রুততম ডাবল সেঞ্চুরি করলেন সাদারল্যান্ড

টেস্টে দ্রুততম ডাবল সেঞ্চুরি করলেন সাদারল্যান্ড

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যানাবেল সাদারল্যান্ড গড়লেন অনন্য এক রেকর্ড। মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই নজির গড়েন অজি ব্যাটার। এর আগে ২০০১ সালে কারেন রল্টন এই রেকর্ডের মালিক ছিলেন। আজ ২৩ বছর পর সেই রেকর্ড ভাঙলেন সাদারল্যান্ড।

২০০১ সালে রল্টনের ডাবল সেঞ্চুরিটি হয়েছিল ৩০৬ বলে। কিন্তু সাদারল্যান্ড দেখিয়েছেন আগ্রাসী ব্যাটিং। ২৫৬ বলে তিনি করেছেন ২১০ রান করেন। ডাবল সেঞ্চুরি ছিল ২৪৮ বলে। সাদারল্যান্ড প্রায় ভেঙে দিয়েছিলেন স্বদেশীয় এলিস পেরির অপরাজিত ২১৩ রানের রেকর্ডও। যদিও শেষ পর্যন্ত তা আর করতে পারেননি।

সম্পর্কিত খবর