সিলেটকে বরিশালের ১৮৪ রানের চ্যালেঞ্জ
হ্যাটট্রিক জয়ের সামনে দাঁড়িয়ে আছে সিলেট স্ট্রাইকার্স। এ ছাড়া অবশ্য তাদের সামনে উপায়ও নেই। শেষ চারের আশাটা যে এখন ঝুলছে সুতোয়, এক ম্যাচ হারলেই বিদায়ঘণ্টা বেজে যাওয়ার খুব কাছে চলে যাবে মোহাম্মদ মিঠুনের দল। সে আশাটা বাঁচিয়ে রাখতে আজও জয় চাই সিলেটের। তবে আজ জেতাটা অত সহজ হবে বলে মনে হচ্ছে না। ফরচুন বরিশাল তাদের সামনে ঝুলিয়ে দিয়েছে ১৮৪ রানের বিশাল লক্ষ্য।
সিলেটের চেয়ে অবশ্য বরিশালের সম্ভাবনাটা বেশি বাস্তবিক। সে লক্ষ্যে আজ তামিম ইকবালের দল নেমেছে মাঠে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টসে জিতে ব্যাট করতে নামে দলটা। তবে দলকে বড় স্কোরের ভিত গড়ে দিতে পারেননি দুই ওপেনার তামিম ইকবাল (১৯) এবং আহমেদ শেহজাদ (১৭)। তানজিম হাসান সাকিব পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই দুজনকে ফিরিয়ে দেন সাজঘরে।
এরপর সৌম্য সরকারও হতাশ করেছেন দলকে। তখন দলটা খানিকটা বিপাকেই পড়ে গিয়েছিল। তবে চতুর্থ উইকেট জুটিতে ৮৪ রান তুলে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে আসেন মুশফিকুর রহিম আর কাইল মায়ার্স। বাঁহাতি পেসার শফিকুল ইসলামের বলে ফেরার আগে মায়ার্সের ব্যাট থেকে আসে ৩১ বলে ৪৮ রান।
মায়ার্স ২ রানের জন্য ফিফটি পাননি। তবে মুশফিক তা মিস করেননি। ফিফটি ছুঁয়ে তবেই থেমেছেন। তিনটি করে চার-ছয়ে ৩২ বলে ৫২ রান করেন।এরপর মেহেদী হাসান মিরাজের ৭ বলে ১৫ রানের ক্যামিওতে ১৮০ ছাড়িয়ে যায় বরিশালের রান।