তামিমের ফিফটিতে চট্টগ্রামের লড়াকু পুঁজি

তামিমের ফিফটিতে চট্টগ্রামের লড়াকু পুঁজি

বিপিএলের শেষ চারে যাওয়ার সম্ভাবনাটা এখনও টিকে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। জিততে হবে নিজেদের সবকটা ম্যাচেই। এমনই সমীকরণ নিয়ে আজ নিজেদের ১১তম ম্যাচে দলটা মুখোমুখি দুর্দান্ত ঢাকার, যাদের বিদায়টা নিশ্চিত হয়ে গেছে ইতোমধ্যেই। তাদের বিপক্ষে আজ লড়াকু এক পুঁজিই পেয়েছে চট্টগ্রাম। তানজিদ তামিমের দারুণ এক ফিফটিতে দলটা ২০ ওভার শেষে পেয়ে গেছে ১৫৯ রানের পুঁজি।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো পায়নি স্বাগতিকরা। প্রথম বলেই ওপেনার সৈকত আলিকে হারায় তারা। এরপর হতাশ করেন তিনে নামা জশ ব্রাউনও। ১১ রান করে তিনি ফেরেন সাজঘরে।

তবে এরপরই চট্টগ্রাম লড়াইয়ে ফেরে ওপেনার তানজিদ হাসান তামিম আর টম ব্রুসের ব্যাটে চড়ে। দুজন মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৯৫ রান। শন উইলিয়ামসের বলে সাব্বির হোসেনের ক্যাচ হয়ে ফেরার আগে ব্রুস করে যান ৪৮ রান।

ব্রুস ফিরলেও তামিম তার লড়াইটা চালিয়ে গেছেন একেবারে শেষ পর্যন্ত। ৩৬ বলে ফিফটি ছুঁয়েছেন। এরপর তিনি থেমেছেন ১৯তম ওভারের শেষে। শরীফুল ইসলামের বলে তিনি যখন ফিরছেন, তখন তার নামের পাশে যোগ হয়ে গেছে ৭০ রান। 

চট্টগ্রাম ইনিংসে তামিম আর ব্রুস বাদে আর কারোই বলার মতো তেমন কোনো অবদান ছিল না। তামিম ফিরেছেন যখন, তখনো ১ ওভার বাকি, দলের রান ছিল তখন ১৫১, এরপর থেকে শেষ ওভারে স্রেফ ৮ রানই যোগ করতে পেরেছে দলটা। তাতে ১৫৯ রানের পুঁজি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় চট্টগ্রামকে। 

 

সম্পর্কিত খবর