একদিন পরই রাজকোট টেস্টে ফিরছেন অশ্বিন 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:০৭ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

নিজের ৫০০ উইকেটের মাইলফলকের দিন শেষে মায়ের অসুস্থতার খবর পান ভারতীয় অফ ব্রেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এতে রাজকোট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষেই চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এতে বোর্ডের পূর্ণ সমর্থন পান অশ্বিন এবং ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, বিসিসিআই জানায়, রাজকোট টেস্টে আর খেলবেন না তিনি। 

তবে একদিন পরেই টেস্টের চতুর্থ দিনে ফিরতে চলেছেন অশ্বিন। এমন খবর মেলে দিনের শুরুর ওভারে, অফিশিয়াল ধারাভাষ্যে। খবরটি দেন অশ্বিনের সঙ্গে একসময় ড্রেসিংরুম শেয়ার করা ও বর্তমানের ধারাভাষ্যকার দীনেশ কার্তিক। এমনকি কার্তিক আরও জানান, তাকে খবরটি দিয়ে দলের আরেক স্পিনার কুলদীপ যাদব। 

এদিকে ক্রিকইনফোও জানিয়েছে এই খবর। আজ (রোববার) মধ্যাহ্নভোজের পরেই দলের সঙ্গে যোগ দিতে পারেন অশ্বিন। তবে নেমেই বল করা সম্পর্কে তথ্য আগের দিনই জানিয়ে রেখেছিল কার্তিক। এদিন মাঠে নামলে বোলিং করা নিয়ে কোনো বাঁধা থাকবে না অশ্বিনের। 

যদিও নিয়ম মতে, কোনো ক্রিকেটার মাঠের বাইরে যতক্ষণ সময় থাকবে, সেখান থেকে ফিরে ব্যাটিং বা বোলিংয়ের আগে ঠিক ততক্ষণই থাকতে হবে মাঠে। তবে অশ্বিনের বিষয়টা বিশেষ হওয়ায় তাকে কোনো বাঁধা দিবেন না ম্যাচ আম্পায়াররা। 

এদিকে আগের দিনে সিরাজের পেস ও কুলদীপের স্পিন ঘূর্ণিতে ইংলিশদের ৩১৯ রানেই আটকে দেয় স্বাগতিকরা। সেখানে ১২৬ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে রোহিত শর্মা দ্রুত ফিরলে সিরিজে চলমান ফর্মে সেঞ্চুরি তোলেন যশস্বী জয়সওয়াল। তৃতীয় দিন শেষে পিঠে অস্বস্তির কারণে মাঠ ছাড়ার ব্যাট আবার ফিরেছেন চতুর্থ দিনের প্রথম দিনে। 

বর্তমানে ১৪৯ রানে অপরাজিত আছেন জয়সওয়াল। এদিকে ৯০-এ ঘরে এসে রানআউটের শিকার হয়ে ফিরেছেন শুভমান গিল (৯১)। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান তুলেছে ভারত। এতে স্বাগতিকদের লিড বর্তমানে ৪৪০ রানের। 

খেলার দুনিয়া | ফলো করুন :