অনুশীলনে মাথায় বলের আঘাত পেয়ে হাসপাতালে মুস্তাফিজ
বিপিএলের চট্টগ্রাম পর্বে খেলার মাঝে আজ (রোববার) চলছে একদিনের বিরতি। আগামীকাল দিনের প্রথম ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ানসের। সেটিকে সামনে নেট সেশনে বর্তমান চ্যাম্পিয়ন দলের ক্রিকেটাররা। সেখানে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পান জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। আঘাত গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষণিক নেওয়া হয়েছে হাসপাতালে।
আসরে নিজেদের দশম ম্যাচের আগে ব্যাটিংটা ঝালিয়ে নিচ্ছিলেন ব্যাটাররা। সেখানে বোলিংয়ের সময় অপরপ্রান্তের ব্যাটারের নেওয়া এক শট সজোরে আঘাত হানে মুস্তাফিজের মাথায়। এতে মুস্তাফিজকে স্বাভাবিক দেখালেও আঘাতপ্রাপ্ত স্থান থেকে অঝরে রক্ত পড়তে দেখা যায়। পরে কুমিল্লা টিম ম্যানেজমেন্ট বিষয়টি দ্রুতই আমলে নেয় এবং চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয় মুস্তাফিজকে।
মুস্তাফিজের আঘাতের খবরটি স্পোর্টস বাংলাকে নিশ্চিত করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মিডিয়া ম্যানেজার খান নয়ন। তিনি বলেন, ‘চোটের ভয়াবহতা দেখে তাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। বোলিং করার জন্য অন্যপ্রান্ত থেকে আসা একটি বলে মাথায় তার আঘাত লাগে। রক্তপাত হওয়ায় তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। দলের চিকিৎসক তার সঙ্গে রয়েছেন। চোট লাগার পর মুস্তাফিজ অবশ্য স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছিলেন। সবাই দোয়া করবেন প্লিজ!’
এদিকে মুস্তাফিজের অবস্থা নিয়ে দলটির ফিজিও এস এম জাহিদুল ইসলাম সজল জানান, মুস্তাফিজের সিটি স্ক্যান করার পর আমরা কিছুটা স্বস্তির খবর পেয়েছি। এটা কেবল বাহ্যিক আঘাত ছিল। কোনো ইন্টারনাল রক্তক্ষরণ হয়নি।
বিপিএলের এই সময়ে দারুণ ছন্দে আছে কুমিল্লা। প্রথম পর্বের ৯ ম্যাচের ৭টিতেই জিতে প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি। সেখানে মুস্তাফিজ ৯ ম্যাচের প্রত্যেকটিতেই খেলে নিয়েছেন ১১ উইকেট।