জয়সওয়ালের ডাবল সেঞ্চুরিতে বিশাল টার্গেট দিল ভারত
তৃতীয় দিনটা যেমন নিজের নামে রাঙিয়েছিলেন যশস্বী জয়সওয়াল, ঠিক তেমনি আজ চতুর্থ দিনেও নিজের আধিপত্য দেখালেন ভারতীয় এই ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ২য় টেস্টের মতো ৩য় টেস্টেও নিজের ডাবল সেঞ্চুরি তুলে নিলেন এই তরুণ।
চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ডাবল সেঞ্চুরির দেখা পান জয়সওয়াল। এর আগে গতকালই (শনিবার) দেড়শ'র ঘর ছুঁয়েছিলেন তিনি। আজ সেই ইনিংসটিকে আরও লম্বা করে ক্যারিয়ারের আরেকটি মাইলফলক স্পর্শ করলেন এই ব্যাটার।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৪৩০ রান করে ডিক্লেয়ার দিয়েছে স্বাগতিক ভারত। ইংল্যান্ডকে ৫৫৭ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিল তারা।