ইংলিশদের নিয়ে ছেলেখেলা ইতিহাস গড়ে ভারতের জয়
৫৫৭ রানের লক্ষ্য ছিল সামনে। এমন লক্ষ্য সামনে রেখে যে কোনো দলই চাইবে ম্যাচটা ড্র করতে। তবে সে লক্ষ্য সামনে রেখে কোনো দল যদি জিততে পারে, সেটা এই ইংল্যান্ডই ছিল। সে কারণেই তো, ইংলিশরা যখন রান তাড়া করতে নামল, তখন প্রশ্নও উঠে যাচ্ছিল অন্তর্জালে ‘রেকর্ড হবে?’
রেকর্ড হলো, তবে সেটা ইংল্যান্ডের নয়, ইংলিশরা এখানে রইল ‘রিসিভিং এন্ডে’; তাদের নিয়ে ভারত পরের এক সেশনের একটু বেশি সময় যা করল, তাকে স্রেফ ছেলেখেলাই বলা চলে। ১২২ রানে অলআউট করল। ৪৩৪ রানে জিতে নিল ম্যাচটা। গড়ে ফেলল নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানে জেতার রেকর্ডটা।
এর আগের গল্পটা স্রেফ যশস্বী জয়সওয়ালের। আগের দিন সেঞ্চুরির পর পিঠের চোট নিয়ে উঠে যেতে হয়েছিল তাকে। তবে আজ নামলেন শুবমান গিল বিদায় নেওয়ার পর। তৃতীয় দিনের বাকি থাকা মিশনটা শেষ করলেন। দ্রুত গতিতে রান তুললেন। তুলে নিলেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। অভিষিক্ত সরফরাজ খানের সঙ্গে গড়লেন ১৫৮ বলে ১৭২ রানের অবিচ্ছিন্ন এক জুটি। ওদিকে সরফরাজও ৭২ বলে খেললেন ৬৮ রানের ঝকঝকে ইনিংস। টেস্টে এক ইনিংসে রেকর্ড ১২ ছক্কায় করলেন অপরাজিত ২১৪। আর তাতে রাজকোট টেস্টে ইংল্যান্ডের লক্ষ্যটা দাঁড়াল ৫৫৭।
এমন লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড মুখ থুবড়ে পড়ে একেবারে শুরু থেকেই। তাদের ইনিংস ধসে পড়ে শুরু থেকেই। চা বিরতির একটু আগে শুরু করা ইনিংসটা দিনের শেষটাও করতে পারল না রীতিমতো।
রবীন্দ্র জাদেজা আর কুলদীপ যাদবের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়েন ইংলিশ ব্যাটাররা। শেষদিকে মার্ক উড কিছুটা ব্যবধান কমানোর চেষ্টা করেন আগ্রাসী ক্রিকেট খেলেন। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান এসেছিল তার ব্যাট থেকেই। দলের রানটা যে তিন অঙ্কে গেছে, তার কারণও তার এই ইনিংস।শেষমেশ ইংলিশরা থামে ১২২ রানে।
ভারত তুলে নেয় ৪৩৪ রানের বিশাল এক জয়। পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ২-১ ব্যবধানে। টেস্টে এটাই ভারতের সবচেয়ে বড় জয়। এর আগের জয়টিও এসেছে একেবারে সম্প্রতিই। ২০২১ সালে ওয়াংখেড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৭২ রানে জিতেছিল দলটা। আজ ইংলিশদের গুঁড়িয়ে সে রেকর্ডটাই আবার গড়েছে রোহিত শর্মার দল।