মুস্তাফিজ শঙ্কামুক্ত, তবে…

মুস্তাফিজ শঙ্কামুক্ত, তবে…

আজ সকালে অনুশীলনে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মাথায় লেগেছে পাঁচ সেলাই। তবে এবার ডাক্তাররা জানাচ্ছেন, তিনি আপাতত শঙ্কামুক্তই আছেন। তবে তিনি এখন থাকবেন টিম ফিজিওর নিবিড় তত্ত্বাবধানে। 

আজ রবিবার সকালে নেটে বোলিং করছিলেন মুস্তাফিজ। তখনই মাথায় পেয়েছিলেন চোট। কোচ মোহাম্মদ সালাউদ্দিন ডেকে পাঠিয়েছিলেন তাকে। তার কাছে যাওয়ার সময়ই মাথার বা দিকে একটা বল এসে পড়ে মুস্তাফিজের। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। 

সে কারণে তার মাথায় লেগেছে সেলাই। তবে তার অবস্থান শঙ্কামুক্ত জানিয়ে এক বিবৃতিতে দলের ফিজিও জাহিদুল ইসলাম বলেন, ’স্ক্যান করানোর পর আমরা জানতে পেরেছি যে চোট শুধুই বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ নেই। সার্জিক্যাল টিম ক্ষতস্থানে সেলাই করে দিয়েছে। এখন তিনি কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের ফিজিওর নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।’

তিনি শঙ্কামুক্ত হলেও এখনই তাকে হাসপাতাল থেকে ছাড়ছে না কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে কুমিল্লার ফিজিও জানান, ’এই মুহূর্তে তার অবস্থা সন্তোষজনক। সে সবার সঙ্গে কথা বলছে। সবমিলিয়ে শঙ্কামুক্তই বলা যেতে পারে। আশা করি ২৪ ঘণ্টা পার হওয়ার পর আমরা তাকে টিম হোটেলে নিয়ে যেতে পারব। তার জিসিএস স্কেল ১৫/১৫ (রোগীর চেতনার অবস্থা)। এই কারণে মনে করছি আমাদের ক্রিকেটার এখন শঙ্কামুক্ত।’

বিপিএলের এই সময়ে দারুণ ছন্দে আছে কুমিল্লা। প্রথম পর্বের ৯ ম্যাচের ৭টিতেই জিতে প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি। সেখানে মুস্তাফিজ ৯ ম্যাচের প্রত্যেকটিতেই খেলে নিয়েছেন ১১ উইকেট। 

 

সম্পর্কিত খবর