দলকে এক সুতোয় বাঁধার কাজটা করেন যারা

দলকে এক সুতোয় বাঁধার কাজটা করেন যারা

ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ক্রীড়াঙ্গনে চিরায়ত এক বাক্য। অন্য কোনো খেলায় বিষয়টি অতটা তাৎপর্যপূর্ণ না হলেও ক্রিকেটের ধ্রুব সত্য এটিই। দলকে এক সুতোয় বাঁধতে জানতে হয় একজন অধিনায়ককে। কোচ সেটা সহজ করে দিলেও মাঠে পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে হয় অধিনায়ককেই। দেখাতে হয় নেতৃত্বে মুনশিয়ানা। প্রয়োজনের সময় দলের হাল ধরতে হয়, সতীর্থদের উজ্জীবিত করতে হয়, প্রয়োজনে কঠিন কথা শুনিয়ে বুকের ভেতর আগুন জ্বেলে দিতে হয়, বের করে আনতে হয় সেরাটা। দুঃসময়ে পাশে দাঁড়াতে হয়; কাঁধে রাখতে হয় আস্থার হাত। সেই কাজটি যারা করতে পারেন, সাফল্য তো তাদেরকেই খুঁজে ফেরে।
১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড থেকে শুরু করে সবশেষ বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের ক্ষেত্রে যা হুবহ মিলে যায়। সেরকমই ওয়ানডে বিশ্বকাপজয়ী ৭ অধিনায়ককে নিয়ে সাজানো হয়েছে গল্পটি; যারা নেতৃত্বগুণে মুগ্ধ করে একেকটি ধাপ পেরিয়ে উঁচিয়ে ধরেছিলেন সাফল্যের সোনালি ট্রফি।

সম্পর্কিত খবর