বিশ্বকাপের পরই কি অবসর নেবেন মোহাম্মদ সামি?

এই ম্যাচে একেবারে তুফানি ইনিংস খেলে আফগানিস্তানকে একেবারে ধরাশায়ী করে দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু এই ম্যাচে ভারত একটা পরিবর্তন করেছে। টিম ইন্ডিয়া আর এই প্লেয়িং ইলেভেনের রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় খেলার সুযোগ দেওয়া হয়েছিল শার্দুল ঠাকুরকে।
বিশ্বকাপের পরই কি অবসর নেবেন মোহাম্মদ সামি?

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে খুব ভালোভাবেই জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জয়লাভ টিম ইন্ডিয়ার। এই ম্যাচে একেবারে তুফানি ইনিংস খেলে আফগানিস্তানকে একেবারে ধরাশায়ী করে দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু এই ম্যাচে ভারত একটা পরিবর্তন করেছে। টিম ইন্ডিয়া আর এই প্লেয়িং ইলেভেনের রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় খেলার সুযোগ দেওয়া হয়েছিল শার্দুল ঠাকুরকে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত কিছু ভারতীয় ফ্যানদের ক্ষুব্ধ করেছে। এই ভক্তরা আশা করেছিলেন মোহাম্মদ সামি আফগানিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন এই বিশ্বকাপে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়ে শার্দুল ঠাকুরের উপরে ভরসা দেখালো টিম ইন্ডিয়া। তবে শোনা যাচ্ছে, আফগানিস্তান ম্যাচ থেকে বাদ পড়ার বিষয়টা মোহাম্মদ সামি খুব একটা ভালোভাবে দেখেননি। তাই হয়তো এবারের বিশ্বকাপ চলাকালীন সময়েই একটা বড় সিদ্ধান্ত নিতে পারেন ভারতীয় এই পেস বোলার।

অবসর নিতে পারেন সামি!

২০১৯ বিশ্বকাপে মোহাম্মদ সামি ছিলেন ভারতের সবথেকে ভালো পেস বলার। তিনি আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক এবং তাদের সকলকে একা হাতে করেছিলেন পরাস্ত। ভারতের প্রাক্তন বোলার চেতন শর্মার পর মোহাম্মদ সামি ছিলেন একমাত্র ভারতীয় বোলার যিনি বিশ্বকাপে হ্যাটট্রিক নিতে পেরেছিলেন। সামির এই হ্যাটট্রিক এসেছিল আফগানিস্তান দলের বিরুদ্ধেই। তাই এই পরিস্থিতিতে অনেক ভারতীয় ক্রিকেট ভক্ত আশা করেছিলেন, দিল্লির ফিরোজ শাহ কোটলার মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে হয়তো দেখা যাবে মোঃ সামিকে। কিন্তু সেরকমটা একেবারেই হলো না। আর সেই কারণে শোনা যাচ্ছে মোঃ সামি নিজেও বেশ ক্ষুব্ধ। আর সেই কারণেই হয়তো এই বিশ্বকাপেই নিজের অবসর ঘোষণা করতে পারেন সামি।

সামিকে দলে নিলেন না রোহিত

টসের সময় ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন দলে অশ্বিনের জায়গায় নেওয়া হয়েছে শার্দুল ঠাকুরকে। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে সরব হয়েছেন অনেক ক্রিকেট ভক্ত। গত বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে যে খেলোয়াড়টি হ্যাটট্রিক নিলেন, সেই খেলোয়াড়কে আর খেলার সুযোগ দেওয়া হচ্ছে না! হঠাৎ করে কি এমন হলো যার জন্য এরকম সিদ্ধান্ত নিতে হলো ভারতীয় দলকে? কেন মোহাম্মদ সামিকে এখনো দলে নেওয়া হচ্ছে না? সেই প্রশ্নের উত্তর কেন এখনো দিচ্ছে না BCCI ? আসলেই কি মোঃ সামি এবছরের বিশ্বকাপের পরে অবসর নিতে চলেছেন? মোহাম্মদ সামি কিংবা বিসিসিআই, কেউ এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেন নি। তাই, বিষয়টা এখনো পরিষ্কার না হলেও, ইতিমধ্যেই এই নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে ক্রিকেট ভক্তদের মনে।

সম্পর্কিত খবর