টানা দুই টেস্ট হেরেও সিরিজ জয়ের আশা স্টোকসের 

টানা দুই টেস্ট হেরেও সিরিজ জয়ের আশা স্টোকসের 

সিরিজের প্রথম ম্যাচের লড়াইটা ছিল সমানে-সমান। ঘরের মাটিতে ভারতকে ২৮ রান হারিয়ে সিরিজে ১-০ তে লিড নিয়েছিল ইংল্যান্ড। তবে পরের দুই ম্যাচে আধিপত্য রোহিত-জয়সওয়ালদের। হায়দরাবাদে পিছিয়ে পড়ার পর বিশাখাপত্তনমে ১০৬ রানে জিতে সিরিজ সমতায় আনে ভারত। আর সেই জয়ের ধারায় রাজকোটে বেন স্টোকসের দলকে রীতিমত উড়িয়েই দিয়েছে স্বাগতিকরা। 

যশস্বী জয়সওয়ালের টানা দ্বিতীয় ডাবল সেঞ্চুরির টেস্টে জয়ের জন্য ইংলিশদের ৫৫৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় রোহিত শর্মার দল। সেখানে স্রেফ ১১২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। এতে রানের ব্যবধানে টেস্ট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ৪৩৪ রানের জয় পায় ভারত, এবং ভারতের বিপক্ষে এটি ছিল ইংল্যান্ডের সবচেয়ে বড় রান ব্যবধানের হার। 

শুরুর লিড ছাপিয়ে সিরিজের এই অবস্থানে ২-১ এ লিড ভারতের হাতে। তবে এখান থেকেও সিরিজ জয়ের আশা দেখছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। এতে সিরিজের বাকি দুই ম্যাচই জিততে হবে তাদের। অর্থাৎ, ব্যবধানটা আনতে হবে ৩-২ দুইয়ে। 

স্টোকসের মুখ এই কথা এর আগেও শুনেছেন! আপনিও যদি এটি মনে করতে পারেন তাহলে ঠিক দিকেই এগোচ্ছেন। গত বছর অ্যাশেজে অজিদের বিপক্ষে ঘরের মাঠে ২-০ তে পিছিয়ে পড়ার পরও এমনটাই বলেছিলেন স্টোকস। শেষ পর্যন্ত হয়তো তা সত্যিই হয়ে যেত। যদি না সিরিজের চতুর্থ টেস্ট ম্যানচেস্টারে বৃষ্টি বাগড়া না দিত। শেষ পর্যন্ত সিরিজটি ২-২ এ ড্র করেছিল ইংল্যান্ড। সেই অনুপ্রেরণা হয়তো এখানেও সাহস যোগাচ্ছে স্টোকসকে। এবং ভারত সিরিজেও এমনটা করার স্বপ্ন বুনছেন তিনি। 

গতকাল রাজকোটে চার দিনেই শেষ হওয়া টেস্টের ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীতে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আপনি যেভাবে চান, সব সময় সবকিছু সেভাবে হয় না। আমরা সিরিজে ২–১ ব্যবধানে পিছিয়ে পড়েছি। তবে এখনো দুই ম্যাচ বাকি। তাই এখান থেকেও ৩–২ ব্যবধানে সিরিজ জিতে ট্রফি নিয়ে ঘরে ফেরার দারুণ সুযোগ আছে।’

সিরিজের বাকি দুই টেস্ট রাঁচি ও ধর্মশালায়। সিরিজে এই মুহূর্তে এগিয়ে থাকলেও দুই ম্যাচ হেরে পা মচকে যাওয়া ইংলিশ পা ভাঙার আগেই চাইবে ঘুরে দাঁড়াতে। এতে এমনটা বলায় যায়, লড়াইটা উঠতে পারে জমে, পরের টেস্ট রাঁচির মাঠে। 

সম্পর্কিত খবর