রাঁচি টেস্ট বিশ্রামে যাচ্ছেন বুমরাহ
চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে চোট কাটিয়ে প্রায় দেড় বছর পর সাদা জার্সিতে জশপ্রীত বুমরাহ। ফিরেই বল হাতে দেখাতে থাকেন তার নৈপুণ্য। চলমান ইংল্যান্ড সিরিজে তার একার পেসেই যেন কুপোকাত ইংলিশ ব্যাটাররা। হায়দরাবাদ টেস্ট হেরে যখন সিরিজে পিছিয়ে পড়ে ভারত, সেখানে বিশাখাপত্তনম টেস্টে দুই ইনিংসে মিলিয়ে বুমরাহের নেয়া ৯ উইকেটেই গড়ে সিরিজ সমতা জয়ের ভিত।
সেই টেস্টের পর অনন্য এক কীর্তিতেও নাম লেখান এই ডানহাতি পেসার। প্রথম ভারতীয় পেসার হিসেবে টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন বুমরাহ। পরে রাজকোট টেস্টেও দুটি উইকেট পেয়েছেন তিনি। এতে এখন পর্যন্ত ৩ টেস্টে ১৭ উইকেট নিয়ে আছেন সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে। তবে দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। সিরিজের পরের টেস্ট রাঁচিতেই বিশ্রাম পেতে যাচ্ছেন বুমরাহ।
দীর্ঘ সময় চোটের পর ফিরে মাঠে বাড়তি চাপ এড়াতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারত ক্রিকেট। বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে ক্রিকেট বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
যদিও এ নিয়ে আফিশিয়ালি এখন পর্যন্ত কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, বিসিসিআই। এদিকে বুমরাহ বিশ্রামে যাওয়ার আগে আরও কয়েক মূল ক্রিকেটার ছাড়াই সিরিজ শেষের পথে ভারতের। প্রথমে দুই টেস্টে থেকে সরে দাঁড়ানোর পর ব্যক্তিগত কারণে আরও দুটি টেস্টে খেলবেন না বিরাট কোহলি। এদিকে চোটের কারণে রাজকোট টেস্টে খেলেননি লোকেশ রাহুল।
সিরিজের এই অবস্থানে টানা দুই জয়ে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। গতকাল শেষ হওয়া রাজকোট টেস্টে ৪৩৪ রানের রেকর্ড জয় পেয়েছে ভারত। সিরিজের চতুর্থ টেস্ট আগামী ২৩ ফেব্রুয়ারি।