পিএসএলে প্রথম ব্যাটার হিসেবে বাবরের ৩০০০

পিএসএলে প্রথম ব্যাটার হিসেবে বাবরের ৩০০০

পাকিস্তান দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেও সদ্য শুরু হওয়া পাকিস্তানের ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে পেশোয়ার জালমির নেতৃত্বে আছেন বাবর আজম। গত আসরেও তার নেতৃত্বেই শেষ চারে পৌঁছেছিল দলটি। এবার তাই দেশের এই তারকা ব্যাটারের ওপরই আস্থা রেখেছে ফ্রাঞ্চাইজিটি। 

ব্যাট হাতে আন্তর্জাতিক অঙ্গনে বাবরের জুড়ি মেলা ভার। এ নিয়ে কারো আপত্তি থাকার কথা না। প্রায় দশক পূর্ণের পথের ক্যারিয়ারে তিন ফরম্যাটে মিলিয়ে ২৭৮টি ম্যাচে ইতিমধ্যেই করে ফেলেছে ১৩ হাজারেরও বেশি রান। পাকিস্তানের এই রান মেশিন দেশিয় টুর্নামেন্ট পিএসএলেও খেলে চলেছেন দুর্দান্ত। 

গতকাল (রোববার) চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৪২ বলে ৬৮ রানের এক গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। এদিন দল জয়ের দেখা না পেলেও ব্যাট হাতে দারুণ এক কীর্তি গড়েছেন বাবর। পিএসএলের ইতিহাসে প্রথম ব্যাটার ৩০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। আসরের শুরুতে এমন কীর্তি গড়তে ৬৫ রান দূরে ছিলেন বাবর। সেটি পূর্ণ করে ফেললেন এবারের আসরে পেশোয়ারের প্রথম ম্যাচেই।

দিনের আরেক ম্যাচে করাচি কিংসের বিপক্ষে মুলতান সুলতানের ম্যাচে টুর্নামেন্টে ২০০০ রান ছাড়িয়েছে মোহাম্মদ রিজওয়ানের। এছাড়াও পিএসএলে ২০০০-এর ওপরে রান করেছেন ফখর জামান ও শোয়েব মালিক।  

সম্পর্কিত খবর