বিধ্বংসী হাওয়েলে কঠিন চ্যালেঞ্জের সামনে কুমিল্লা

  • নিউজরুম এডিটর
  • ০৩:১৩ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

বিপিএলের প্লে অফের রেস থেকে আগেই ছিটকে গিয়েছে সিলেট স্ট্রাইকার্স। এরপরও জয়ে শেষটা রাঙিয়ে রাখতে চাই দলটি। সেই লক্ষ্যে নিজেদের ১১ তম ম্যাচে প্রায় প্লে অফ নিশ্চিত করে ফেলা কুমিল্লাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে দলটি। বেনি হাওয়েলের বিধ্বংসী হাফ সেঞ্চুরিতে কুমিল্লার সামনে টার্গেট দাঁড়িয়েছে ১৭৮ রান।

এদিন অবশ্য শুরুতে ব্যাট করতে নেমেই দারুণ শুরু পায় সিলেট। জাকির হাসান ১৭ বলে ১৮ রান করে সাজঘরে ফিরলেও দলকে রানে রাখেন কেননার লুইজ। অপরপ্রান্তে নাজমুল শান্ত অবশ্য ধীরস্থির শুরু করেও ইনিংসটাকে লম্বা করতে পারেননি। ১৮ বলে ১২ রান করে সাজঘরের পথ ধরতে হয়েছে তাকে।

তবে সিলেট অধিনায়ক মোহাম্মদ মিথুন বেনি হাওয়েলকে নিয়ে দলকে টানেন। মিঠুনকে একপ্রান্তে রেখে উইকেটের অপর প্রান্তে কুমিল্লার বোলারদের ওপর তাণ্ডব চালান হাওয়েল। একটা সময় মিঠুন ২০ বলে ২৮ রান করে ফিরলেও শেষ পর্যন্ত উইকেটে ছিলেন হাওয়েল। আর তাতেই স্কোরবোর্ডে লড়াকু পুঁজি পায় দলটি।

যেখানে হাওয়েল অপরাজিত ছিলেন ৩১ বলে ৬২ রানে। তার ইনিংসটি সাজানো ছিল ৪টি ছয় ও ৬টি চারের মারে। তার দিনে কুমিল্লার বোলারদের মধ্যে সবচেয়ে ইকোনোমিকাল ছিলেন সুনিল নারিন। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৬ রান খরচায় ২ উইকেট তুলেছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
সিলেট স্ট্রাইকার্স: ১৭৭/৫ (লুইস ৩৩, মিঠুন ২৮, হাওয়েল ৬২*; নারিন ২/১৬, রিশাদ ২/৩৭)

খেলার দুনিয়া | ফলো করুন :