বল হাতে রনির ঝলক, বরিশাল থামল অল্পতেই

বল হাতে রনির ঝলক, বরিশাল থামল অল্পতেই

রংপুর রাইডার্সের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নামা ফরচুন বরিশাল তখন উড়ছে। ১২ ওভার শেষে ২ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১১৫ রান। রংপুরের বোলাররা রীতিমতো অসহায় বরিশালের ব্যাটারদের সামনে। বোলিংয়ে আসলেন আবু হায়দার রনি। চলতি বিপিএলে নিজের দ্বিতীয় ম্যাচে বল হাতে তুলে নিলেন এই বোলার। এরপর গল্পটা কেবলই তার। রনির দিনে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫১ রানের বেশি করতে পারেনি বরিশাল। যেখানে রনির শিকার ৫ উইকেট।

এদিন ইনিংসের ১৩ তম ওভারে বল করতে এসে প্রথম বলেই রনি সাজঘরে ফেরান অভিজ্ঞ মুশফিকুর রহিমকে। ওই ওভারে সৌম্য সরকার ও আগ্রাসী কাইল মায়ার্সে ফিরিয়ে গুঁড়িয়ে দেন বরিশালের ব্যাটিং লাইন আপ। এরপর নিজের পরের দুই স্পেলে এসে ফিরিয়েছেন মাহমুদউল্লাহ ও মেহেদি হাসান মিরাজকে।

এই বোলার যেন আজ হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। তার সামনে দাঁড়াতেই পারছিল না কোনো ব্যাটার। এদিন ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১২ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন রনি। যা চলতি বিপিএলে যেকোনো বোলারের মধ্যে সেরা বোলিং ফিগার।

তার বোলিংয়ে অলআউট হওয়ার শঙ্কায় ছিল বরিশাল। যদিও শেষ পর্যন্ত অলআউট না হতে হলেও অল্পতেই থামতে হয়েছে বরিশালকে। শেষ আট ওভারে দলটি তুলতে পেরেছে মাত্র ৩৬ রান। তাতে প্লে অফ নিশ্চিত করে ফেলা রংপুরের সামনে লক্ষ্যটা দাঁড়িয়েছে ১৫২ রান। অন্যদিকে প্লে অফের রেসে টিকে থাকতে এই রানের মধ্যে রংপুরকে বেধে ফেলা ছাড়া বিকল্প পথ খোলা নেই বরিশালের সামনে। তাই দায়িত্বটা এখন নিতে হবে দলটির বোলারদেরকেই।

সম্পর্কিত খবর