নারী ক্রিকেটের দেখভাল করবেন বাশার

নারী ক্রিকেটের দেখভাল করবেন বাশার

কদিন আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেটে দলের নির্বাচকের দায়িত্ব হারান হাবিবুল বাশার সুমন। যদিও এই নির্বাচকের কাজে খুশিই ছিল বিসিবির কর্তারা। আর তাই তখনই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল নির্বাচকের চাকরি হারালেও নতুন দায়িত্ব দেওয়া হবে তাকে।

সেই কথা রেখেছে বিসিবি। নারী বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক এই অধিনায়ককে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে বাংলাদেশ ক্রিকেটের উইমেন্স উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাশার। নতুন দায়িত্বে বাশারকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছেন বিসিবি পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এর আগে বিশ্বকাপ ব্যর্থতার দায়ে কদিন আগেই জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব হারাতে হয়েছে বাশার ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে। অবশ্য নির্বাচক প্যানেলে টিকে গেছেন আব্দুল রাজ্জাক। সেই প্যানেলে প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। অন্যদিকে বাশারের জায়গায় দায়িত্ব পেয়েছেন বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার।

সম্পর্কিত খবর