ক্রিকইনফোর বর্ষসেরা পারফর্ম্যান্স মারুফার

ক্রিকইনফোর বর্ষসেরা পারফর্ম্যান্স মারুফার

গেল বছর ভারতের বিপক্ষে প্রথম বারের মতো ওয়ানডে ম্যাচ জিতেছিল বাংলাদেশ নারী দল। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সে ম্যাচে বাংলাদেশের জয়ে বড় ভূমিকাই রেখেছিলেন মারুফা আক্তার। 

এবার তার সে পারফর্ম্যান্সকে স্বীকৃতি দিয়েছে বিশ্বক্রিকেটের সবচেয়ে বড় গণমাধ্যম ক্রিকইনফো। নারীদের ওয়ানডে ক্রিকেটে ২০২৩ সালের সেরা বোলিং পারফর্ম্যান্স হিসেবে নির্বাচিত করেছে প্রতিষ্ঠানটি।  

সে ম্যাচে বাংলাদেশ ভারতের সামনে অলআউট হয়ে গিয়েছিল মোটে ১৫২ রান তুলেই। বৃষ্টির বাগড়ায় ভারতের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ১৫৪ রানের। 

তবে সে মামুলি রানটাও স্মৃতি মান্ধানাদের সামনে পাহাড়সম হয়ে যায় মারুফার বোলিংয়ের কল্যাণে। তিনি ৭ ওভার বল করে সে ম্যাচে তুলে নিয়েছিলেন ৪ উইকেট, তাও মোটে ২৯ রান খরচায়। 

তার বোলিং তোপের মুখে ভারত শেষ হয়ে যায় ১১৩ রান তুলেই। ডিএলএস পদ্ধতিতে ৪০ রানের অবিস্মরণীয় এক জয় পেয়ে যায় বাংলাদেশ।

২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের জার্সি গায়ে চড়ান মারুফা। এরপর থেকে জাতীয় দলের নিয়মিত মুখ তিনি। এ জায়গাটা তিনি আদায় করে নিয়েছেন নিয়মিত পারফর্ম করে। সে কারণে ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের পুরস্কারেও মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের পেসার মারুফা। গত বছর মারুফা ওয়ানডে খেলেছেন ৯টি। উইকেট নিয়েছেন ১০টি। 

সম্পর্কিত খবর