নিশামের ফিফটিতে রংপুরের লড়াকু পুঁজি
মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে খুলনাকে বিদায় করে প্লে অফের টিকিট কেটেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাতে একই সাথে নিশ্চিত হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্লে অফও। তাই নির্ভার হয়েই রংপুরের বিপক্ষে মাঠে নেমেছিল লিটন দাসের দল। মাঠের ক্রিকেটেও যা দৃশ্যমান হচ্ছিল। রংপুরকে অল্পতেই বেধে ফেলার পথে ছিল তারা। তবে শেষ পর্যন্ত তাতে বাধ সাধে জিমি নিশাম। ব্যাট হাতে একাই দলকে টানেন এই ব্যাটার। তার ৬৯ রানের ইনিংসে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ১৫০ রান।
এদিন টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি রংপুরের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেটে হারিয়েছে দলটি। শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি সাকিব আল হাসান। ১৯ বলে ২৪ রান করে সাজঘরের পথ ধরতে হয়েছে তাকে। সাকিব সাজঘরে ফেরার পর হাল ধরতে পারেননি টম মুর ও শামিম পাটুয়ারিরা।
তবে দলকে লড়াকু সংগ্রহ এনে দিতে লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন রংপুরের কিউই ব্যাটার জেমস অ্যান্ডারসন। এদিন ধুঁকতে থাকা দলকে টেনে তোলার দায়িত্ব নেন এই অলরাউন্ডার।
শেষ দিকে তাকে সঙ্গ দিয়েছে আবু হায়দার রনিও। বল হাতে গত ম্যাচে রংপুরের জয়ের নায়ক এদিন ব্যাট হাতে দলকে টানার চেষ্টা করছিলেন। তবে তার সেই চেষ্টা দীর্ঘস্থায়ী হয়নি। ১০৭ রানে ৯ উইকেট নেই রংপুরের। তাই যা করার করতে হতো নিশামকেই। সেই কাজটিই করেছেন এই কিউই ব্যাটার।
ইমরান তাহিরকে উইকেটের একপাশে দাঁড় করিয়ে রেখে ব্যাট হাতে শাসন করেছেন কুমিল্লার বোলারদের। শেষ উইকেটে জুটিতে স্কোরবোর্ডে জমা করেছেন ৪৩ রান। আর তাতেই দেড়শ রানের লড়াকু পুঁজি পেয়ে গেছে রংপুর।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
রংপুর রাইডার্স: ১৫০; (সাকিব ২৪, নিশাম ৬৯*;রাসেল ৩/২০, মুশফিক ৩/১৮)