পিএসএলের চেয়েও বেশি বেতন পান নারী আইপিএল খেলা ক্রিকেটাররা
সময়ের অন্যতম সেরা ব্যাটার পাকিস্তানের বাবর আজম। ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ ব্যাটারদের তালিকায় সবার উপরেই আছে তার নাম। এছাড়া টি-টোয়েন্টি র্যাংকিংয়ে চতুর্থ এবং টেস্ট র্যাংকিংয়ে তার অবস্থান পঞ্চম।
বর্তমানে তিনি খেলছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন পেশাওয়ার জালমি ফ্র্যাঞ্চাইজির হয়ে। দলের নেতৃত্বে আছেন তিনি। প্লাটিনাম ক্যাটাগোরিতে থাকায় বাবরকে ১ লাখ ৪ হাজার ৮৬৬ ডলারে দলে ভিড়িয়েছে পেশওয়ার। ভারতীয় রূপিতে যার পরিমাণ ৮৭ লাখের মতো।
অন্যদিকে নারী আইপিএলের প্রথম আসরের নিলামে প্রথম যে নামটি তোলা হয়েছিল সেটি হলো স্মৃতি মান্ধানা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে ৩.৪ কোটি রূপিতে দলে টানে। আসন্ন ২০২৪ নারী আইপিএল আসরের আগেও একই মূল্যে তাকে ধরে রাখে দল। সে হিসেবে এবারও স্মৃতি পাবেন ৩.৪ কোটি রূপি তথা ৪ লাখ ১ হাজার ডলার।
সে হিসেবে পিএসএলে খেলা বাবর আজমের চেয়ে ৬ গুণ বেশি অর্থ পাচ্ছেন স্মৃতি মান্ধানা।