রাঁচি টেস্টেও নেই রাহুল, বিশ্রামে বুমরাহ

রাঁচি টেস্টেও নেই রাহুল, বিশ্রামে বুমরাহ

হায়দ্রাবাদ টেস্টের পর থেকেই দলে নেই লোকেশ রাহুল। তবে ধারণা করা হচ্ছিল ২৩ ফেব্রুয়ারি রাঁচিতে হতে যাওয়া চতুর্থ টেস্টে মাঠে দেখা যাবে এই ক্রিকেটারকে। তবে সেটি আপাতত হচ্ছে না। চোট সারিয়ে উঠতে পারেননি এই ক্রিকেটার। অন্যদিকে সিরিজ জুড়ে দারুণ বল করা জাসপ্রিত বুমরাহ রাঁচি টেস্টে বিশ্রামে থাকবেন।

বুমরাহ না থাকায় রাঁচি টেস্টের দলে ডাকা হয়েছে মুকেশ কুমারকে। এছাড়াও ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে নজর কেড়ে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আকাশ দীপ। বুমরাহর না থাকা পুষিয়ে দিতে চাইবেন তারা। তবে রাঁচি টেস্টে নিশ্চিতভাবেই বুমরাহর সার্ভিস মিস করবে ভারত।

কেননা, তিন ম্যাচ শেষে এখন পর্যন্ত ১৭ উইকেট নিয়েছেন বুমরাহ। বিশাখাপত্তনমে ঘুরে দাঁড়ানোর টেস্টে বল হাতে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। ৯১ রানে ৯ উইকেট নিয়ে সেই টেস্টে হয়েছিলেন ম্যাচসেরা।

বুমরাহকে মূলত বিশ্রাম দেওয়া হচ্ছে টানা খেলার ধকল এড়াতে। কেননা, কদিন পরই মাঠে গড়াবে আইপিএল। এরপর রয়েছে বিশ্বকাপ। সব মিলিয়ে তার আগ মুহূর্তে বুমরাহকে কিছুটা বিশ্রাম দিতে চেয়েছে বোর্ড। যাতে চোটে পড়তে না হয় তারকা এই বোলারকে। তবে পঞ্চম টেস্টে ফেরার কথা রয়েছে তার।

চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), কেএস ভারত (উইকেটরক্ষক), দেবদত্ত পাডিক্কল, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর , কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ

সম্পর্কিত খবর