ডর্টমুন্ডের হতাশার রাতে কোয়ার্টারের পথে ইন্টার
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডকে ১-১ গোলে রুখে দিয়েছে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহফেন। রাতের আরেক ম্যাচে নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গিয়েছে ইন্টার মিলান। যেখানে ইন্টারের জয়ের নায়ক ধারে খেলা মার্কো আরনাউতোভিচ।
আরনাউতোভিচকে নিয়ে একটা কথা প্রচলিত আছে। অস্ট্রিয়ার এই ফুটবলার ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় গোল করলে হারতে হয় না সেই দলের। এদিন আরও একবার যেন সেটিই প্রমাণিত হলো। চ্যাম্পিয়নস লিগে তার গোলেই স্বস্তির জয় পেল ইন্টার।
অথচ এদিন একটা গোলের জন্য কি লড়াইটাই না করতে হচ্ছিল ইন্টারকে। মাঠে আসা ৭৩ হাজারের বেশি দর্শক রীতিমতো গোলের জন্য প্রার্থনা করা শুরু করে দিয়েছিল। তবে কিছুতেই যেন জালের দেখা পাচ্ছিল না ইন্টার। গোলের উদ্দেশ্যে প্রতিপক্ষের রক্ষণে একাধিকবার হামলেও পাওয়া হচ্ছিল কাঙ্ক্ষিত মুহূর্তটি। প্রথমার্ধ কেটেছে এভাবেই।
দ্বিতীয়ার্ধেও একই গতিতে এগুচ্ছিল ম্যাচ। উল্টো প্রায়শই সুযোগ বুঝে বল নিয়ে গোলের উদ্দেশ্যে ইন্টারের রক্ষণ কাঁপিয়ে দিচ্ছিল আতলেতিকোর ফুটবলাররা। তাই সব কিছু ছাপিয়ে প্রতিপক্ষের ডেরায় মাঠে নামার আগে নিজেদের মাঠে এগিয়ে থাকতে হতো ইন্টারকে। দেরিতে হলেও শেষ পর্যন্ত যা করতে পেরেছে সিমোন ইনজাগির দল। ম্যাচের ৭৯ মিনিটে লাউতারো মার্তিনেজের বল ধরে তা জালে পাঠাতে ভুল করেনি ধারে ইন্টারে খেলতে আসা আরনাউতোভিচ। আর শেষ পর্যন্ত তার গোলটিই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। প্রাণ ফিরেছে সান সিরোই।
পিছিয়ে পড়লেও অবশ্য কোয়ার্টারে খেলার সুযোগ এখনও আছে আতলেতিকোর। আগামী ১৪ মার্চ তাদের মাঠে ইন্টারকে পাবে তারা। সেখানে শোধ দিয়ে এক গোলে এগিয়ে থাকতে পালেই দুই লিগ মিলিয়ে পরের রাউন্ডে পা দিতে পারবে তারা।
রাতের আরেক ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড প্রথমার্ধে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত তাদের জয় নিয়ে মাঠ ছাড়তে দেয়নি আইন্দহফেন। ম্যাচের ৫৬ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে দলকে ম্যাচে ফেরাতে ভুল করেননি ডি জং। ওই গোলের পর নিজেদের রক্ষণে কড়া পাহারা বসিয়ে ডর্টমুন্ডকে আটকে রাখে আইন্দহফেন।
তবে সুযোগটা এখনও বেশ ভালোভাবেই আছে ডর্টমুন্ডের। কেননা, আগামী ১৪ মার্চ নিজের মাটিতে দ্বিতীয় লেগে মাঠে নামবে তারা। সেখানে জয় পেলেই মিলবে কোয়ার্টার ফাইনালের টিকিট। নিজেদের মাঠে পেরে উঠলেও জার্মান দুর্গে নিশ্চয় ডর্টমুন্ডের জয় আটকে রাখা সহজ হবে না আইন্দহফেনের।