লিটল চ্যাম্পিয়নকে শচীনের স্বাগতম বার্তা
গত বেশ কিছুদিন যাবতই ব্যক্তিগত কারণে ক্রিকেট থেকে দূরে রয়েছেন বিরাট কোহলি। অবশেষে জানা গেল সেই কারণ। দ্বিতীয়বারের মতো সন্তানের বাবা হয়েছেন তিনি। গত ১৫ ফেব্রুয়ারি বিরাট-আনুশকা দম্পতির ঘর আলো করে জন্ম নিয়েছেন তাদের পুত্র সন্তান আকাই। যা মঙ্গলবার প্রকাশ্যে আনার পর এই তারকা দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
পুত্র সন্তানের বাবা হওয়ায় এই তারকা দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন শচীন টেন্ডুলকার। একই সাথে সদ্য পৃথিবীতে আসা আকাইকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্বাগতম জানাতে ভুলেননি শচীন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার বিরাট পুত্রকে স্বাগতম জানিয়ে লিখেছেন, ‘আকাইয়ের আগমনে বিরাট এবং অনুশকাকে অভিনন্দন। তোমাদের সুন্দর পরিবারে একটি মূল্যবান সংযোজন! তার নাম যেমন ঘর আলো করে, সেও যেন তেমনি তোমাদের বিশ্বকে সীমাহীন আনন্দ এবং হাসিতে পূর্ণ করে দেয়। যেই স্মৃতি তোমরা চিরকাল লালন করবে। লিটল চ্যাম্পিয়নকে পৃথিবীতে স্বাগতম।’
উল্লেখ্য, দীর্ঘদিন প্রেম করার পর গত ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিয়ে করেন বিরাট-আনুশকা। এরপর ২০২১ সালের ১১ জানুয়ারি তাদের ঘরে আসে প্রথম সন্তান ভামিকা।