৪৩১ রানের ম্যাচে শেষ বলে চার মেরে অস্ট্রেলিয়ার জয়

৪৩১ রানের ম্যাচে শেষ বলে চার মেরে অস্ট্রেলিয়ার জয়

শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৩৫ রান। প্রথম তিন বলে যখন মিচেল মার্শ আর টিম ডেভিড মিলে মোটে তিন রান তুললেন, তখন মনে হচ্ছিল ম্যাচটা বুঝি হাত ফসকে বেরিয়েই যাচ্ছে অস্ট্রেলিয়ার! কিন্তু এরপরই নিজের রুদ্ররূপটা দেখালেন ডেভিড। পরের নয়টা বল দেখুন, ৪, ৬, ৬, ওয়াইড, লেগ বাই ১, ১, ১, লেগ বাই ১, ৬, ২, ৪। এই ৩২ এর ২৯ই এসেছে টিম ডেভিডের ব্যাট থেকে। তার ব্যাটে চড়েই ৪৩১ রানের ম্যাচে অস্ট্রেলিয়া পেয়ে গেছে দারুণ এক জয়। নিউজিল্যান্ডকে হারিয়েছে ৬ উইকেটে।

ওয়েলিংটনের স্কাই স্টেডিয়াম অবশ্য দিনের শুরু থেকেই এমন কিছুর আভাস দিচ্ছিল। শুরুতে ব্যাট করা নিউজিল্যান্ড ২১৫ রান তুলে বসেছিল। ডেভন কনওয়ে আর রাচীন রবীন্দ্রের ব্যাটে চড়ে এমন রানের পাহাড়ে চড়ে বসে স্বাগতিকরা। 

ফিন অ্যালেন শুরুটা করে দিয়ে গিয়েছিলেন ১৭ বলে ৩২ রানের ইনিংস খেলে। এরপর দলীয় ৬১ রানে তার বিদায়ের পর রবীন্দ্রর সঙ্গে মিলে কনওয়ে গড়েন জুটি। দুজন মিলে পরের ১০.৪ ওভারে তুলে ফেলেন ১১৩ রান। কনওয়ে করেন ৪৬ বলে ৬৩, আর রবীন্দ্র ৩৫ বলে খেলেন ৬৮ রানের ইনিংস। দুজনেই বিদায় নেন পরপর দুই বলে।

এরপরও নিউজিল্যান্ড পথ হারায়নি। কারণ দলকে রানের পাহাড়ে তোলার শেষ কাজটা করেন মার্ক চ্যাপম্যান আর গ্লেন ফিলিপস মিলে। শেষ ২৩ বলে দুজন মিলে তোলেন ৪১ রান। ফিলিপস ১০ বলে একটি করে ছক্কা আর চারে করেন ১৯, চ্যাপম্যান একটি ছক্কায় ১৩ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। 

জবাবে অস্ট্রেলিয়া নিয়মিত বিরতিতে উইকেট খোয়াচ্ছিল বটে, কিন্তু রান রেটে কখনোই পিছিয়ে পড়েনি। ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলদের সবাই ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। তবে সবাই রান করে গেছেন নিদেনপক্ষে ১৬০ স্ট্রাইক রেটে। ম্যাক্সওয়েল বাকি দুইজনকে ছাড়িয়ে গেছেন, ১১ বলে তিনি আজ করেছেন ২৫। হেড আর ওয়ার্নার করেন যথাক্রমে ২৪ আর ৩২ রান। এরপর জশ ইংলিস অবশ্য সুতোয় ঢিল দিয়েছিলেন একটু, ২০ বলে করেছেন ২০। দলীয় ১৭২ রানে তিনি যখন ফিরছেন, ১৯ বলে তখন দলের চাই ৪৪ রান।

এপাশে মার্শ ছিলেন ঠায় দাঁড়িয়ে। চতুর্থ ওভারে ক্রিজে এসে একপাশ আগলে রাখছিলেন, ওপাশে যখন সঙ্গীদের আসা যাওয়া চলছে, তখনও। পরের কাজটা তিনিই প্রায় সেরে দিচ্ছিলেন। তবে শেষের মঞ্চটা কেড়ে নেন ডেভিড। ১০ বলে ৩১ রান করে তিনিই কেড়ে নিয়েছেন পাদপ্রদীপের আলো। মার্শ অপরাজিত ছিলেন শেষমেশ ৪৪ বলে ৭২ রান করে। দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন দুজনে। 

সম্পর্কিত খবর