সিপিএলে সাকিবের দলের পরিবর্তে অ্যান্টিগার দল

সিপিএলে সাকিবের দলের পরিবর্তে অ্যান্টিগার দল

ক্রিকেট বিশ্বে ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটি আসে ২০০৮ সালে, ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) হাত ধরে। তারই ধারাবাহিতায় বছর পাঁচ পরে ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজে শুরু হয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল)। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল জ্যামাইকা তালাওয়াহস। এবং সবশেষ আসরটিও জেতে এই দল। 

এতে তিনটি শিরোপা নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সফল জ্যামাইকার এই দলটি। সেখানে খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসানও। বছর ঘুরে জনপ্রিয়র কাতারে নাম লেখালেও সিপিএলের পরবর্তী আসর থেকে দেখা মিলবেনা জ্যামাইকা তালাওয়াহসের। দলটির টেকসই দূরদর্শিতা না পেয়ে গত বছর সিপিএল কর্তৃপক্ষের কাছেই দলটি বিক্রি করে দেয় জ্যামাইকা। এতে এবার ঘোষণা এলো সেই দলের পরিবর্তনে আসা নতুন দলের নাম। 

জ্যামাইকার পরিবর্তে নতুন দল এলো অ্যান্টিগা থেকে, অ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকন্স। ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ ওয়ার্ল্ডওয়াইড স্পোর্টস ম্যানেজমেন্ট গতকাল (মঙ্গলবার) স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এক অনুষ্ঠানে জানায় নতুন দলটির নাম। একইসঙ্গে সেই স্টেডিয়ামকেই অ্যান্টিগার ঘরের মাঠ হিসেবে নির্ধারণ করে। 

সিপিএলের এ বছরের আসর শুরু হবে আগস্টের শেষদিকে। ২৮ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ৬ অক্টোবর পর্যন্ত। 

সম্পর্কিত খবর