ভারতের বিশ্বকাপজয়ী ম্যানেজার এখন আমিরাতের কোচ
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের গতিপথটাই বদলে দিয়েছিল। সে বছর ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর টি-টোয়েন্টি ফরম্যাটের প্রথম বিশ্বকাপে বাজিমাত করেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির সেই ভারতের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লালচাঁদ রাজপুত। সেই তাকে এবার তিন বছরের জন্য জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
তাকে ভবিষ্যতের তারকাদের তৈরি করার জন্য জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান করেছে দেশটির বোর্ড। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এমন পদক্ষেপ নিয়েছে আমিরাত।
রাজপুতের মেয়াদ থাকছে তিন বছরের জন্য। আজ বুধবার সংযুক্ত আরব আমিরাত বোর্ড একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রাজপুত। সে আসরে দলের ম্যানেজার ছিলেন তিনি।
৬২ বছর বয়সী রাজপুত ১৯৮৫ সালে ভারতের জার্সিতে মোট ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন, যার মধ্যে দুটি টেস্ট ম্যাচ এবং চারটি ছিল ওয়ানডে ম্যাচ। এরপর ভারত তো বটেই, আফগানিস্তান ও জিম্বাবুয়ে ক্রিকেট দলকে কোচিং করিয়েছেন। তার অধীনেই গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল জিম্বাবুয়ে। এবার তিনি আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কাজ শুরু করছেন।