গেইলকে দুইয়ে ঠেলে চূড়ায় বাবর আজম
বাবর আজম যেন প্রতি শটেই একটা একটা করে রেকর্ড ভেঙে চলেছেন। আজ করাচি কিংসের বিপক্ষে তিনি খেলতে নেমেই একটা রেকর্ড নিজের করে নিলেন। ৬ রান প্রয়োজন ছিল রেকর্ডটা গড়তে। সেটা তিনি গড়ে ফেললেন একেবারে ইনিংসের শুরুর দিকেই। টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম ১০০০০ রানের রেকর্ডটা এসে লুটিয়ে পড়ল তার সামনে।
রেকর্ডটা আজকের আগ পর্যন্ত ছিল ক্রিস গেইলের দখলে। ১০০০০ রানে পৌঁছুতে তাকে খেলতে হয়েছিল ২৮৫টি ইনিংস। তবে বাবর তাকে ছাড়িয়ে গেলেন ১৪ ইনিংস কম খেলেই। অর্থাৎ, বাবর রেকর্ডটা গড়ে ফেলেছেন ২৭১ ইনিংস খেলেই। বর্তমানে তার টি-টোয়েন্টি রান ১০০৬৬।
দ্রুততম দশ হাজার রানের তালিকায় আছে বিরাট কোহলির নামও। তিনি এই ক্লাবে ঢুকেছিলেন ২৯৯ ইনিংসে।
ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এই মাইলফলক ছোঁয়ার কৃতিত্ব খুব বেশি ক্রিকেটারের নেই। সব মিলিয়ে বাবর সহ ১৩ ক্রিকেটার করেছেন ১০০০০ রান। তার আগে এই কীর্তি ছিল ক্রিস গেইল, শোয়েব মালিক, কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, জস বাটলার, কলিন মুনরো, জেমস ভিন্স ও ডেভিড মিলারের দখলে।
টি-টোয়েন্টিতে ১০০০০ রানের মাইলফলকে বাবর গেইলকে পেছনে ফেললেও একটা জায়গায় সবার ওপরে আছেন গেইল। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান শৃঙ্ঘের শিখরে আছেন তিনি। তার রান ১৪৫৬২।
বাংলাদেশিদের ভেতর টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তামিম ইকবালের। তিনি করেছেন ৭৫১৩ রান। দুইয়ে থাকা সাকিব আল হাসানের সংগ্রহ ৭২০৩। মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম আছেন এর পরের দুই অবস্থানে। তাদের রান যথাক্রমে ৫৬৮৩ আর ৫৬৭৮।