মাতৃভাষা দিবসে রংপুরের অনন্য আয়োজন

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:৪০ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। ১৯৫২ সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ হারিয়েছিলেন রফিক, সালাম, বরকতরা। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির আর একটিও নেই। এমন এক দিনকে স্মরণীয় করে রাখতে বিপিএল ফ্র্যাঞ্চাইজ রংপুর রাইডার্স এবার অনন্য এক আয়োজনই করেছে। ভিডিওবার্তায় জানিয়েছে শুভেচ্ছা, সেখানে হাজির ছিলেন বাবর আজম, মোহাম্মদ নবী, জিমি নিশামদের মতো বিদেশী খেলোয়াড়রাও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে এখন। দেশের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে ঢাকায় এখন তারার মেলা বসেছে। তাদেরকে নিয়েই এবার মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছে রংপুর রাইডার্স।

এবারের বিপিএলে রংপুরের হয়ে খেলতে এসেছিলেন বাবর আজম, মোহাম্মদ নবী, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইদের মতো ক্রিকেটাররা। এদের অনেকেই ইতোমধ্যে বাংলাদেশ ছেড়ে গেছেন পাকিস্তান প্রিমিয়ার লিগে খেলতে। তবে যাওয়ার আগেই তারা জানিয়ে গিয়েছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

আজ সে শুভেচ্ছাবার্তার ভিডিওটি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে রংপুর রাইডার্স। সেখানে বাবর আজম বলেছেন, ‘আমি আমার মাতৃভাষা নিয়ে গর্বিত কারণ এটা আমাকে পরিচিতি দেয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

আফগান তারকা আজমতউল্লাহ ওমরজাই বলেন, ‘ভাষা শুধু যোগাযোগের একটি মাধ্যম হলেও, আমাদের মাতৃভাষা আমাদের সংস্কৃতির সাথে যুক্ত করে। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

মোহাম্মদ নবি মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানান এভাবে, ‘আপনি যখন আপনার মাতৃভাষায় কথা বলেন, আপনি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামও শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আন্তরিক শুভেচ্ছা। আসুন বিশ্বজুড়ে মাতৃভাষার সৌন্দর্য এবং বৈচিত্র্য উদযাপন করি।’

খেলার দুনিয়া | ফলো করুন :