ম্যারাডোনার নাপোলিতে ম্যারাডোনার বার্সার ড্র

ম্যারাডোনার নাপোলিতে ম্যারাডোনার বার্সার ড্র

চ্যাম্পিয়নস লিগের বুধবারের রাতটা যেন ছিল ‘ম্যারাডোনা ডার্বি’। সেরি আর আগের মৌসুমের চ্যাম্পিয়ন এবার যখন হারিয়ে তালিকার নয়ে, তখন তাদের মৌসুম বাঁচাতে দরকার চ্যাম্পিয়নস লিগের সাফল্য। এই নাপোলিকে বিশ্ব ফুটবল মূলত চিনেছিল এই ম্যারাডোনার উপস্থিতি দিয়েই। এদিকে বার্সেলোনায় দুই মৌসুম খেললেও সেখানে ম্যারাডোনার অবদান নেহায়েতই কম না। সেই বার্সার অবস্থাও একইরকম। আগের মৌসুমের লিগ চ্যাম্পিয়ন। তবে এবার কুঁড়ে বেড়াচ্ছে ছন্দ। 

এই দুই দল গতকাল রাতে মুখোমুখি হয় উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬-এর ম্যাচে। অবস্থার সঙ্গে মিল রেখে মাঠের লড়াইও হলো সমানে-সমান। শুরুতে বার্সা এগিয়ে গেলেও নিজেদের মাঠে সমতা ঠিকই ফিরিয়ে আনে নেপলসরা। এতে প্রথম লেগের ম্যাচে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। 

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে যেতে থাকে বার্সেলোনা। অন্যদিকে আক্রমণ রুখতে পাল্টা আক্রমণে ঠিক পেরে উঠছিল না নাপোলি। এতে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানে। তবে দ্বিতীয়ার্ধেই ভাঙে ‘ডেডলক’। ৬০তম মিনিটে পেদ্রির বাড়িয়ে দেওয়া বলটি জালের ঠিকানায় পাঠান পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি। এতে ম্যাচের শেষ এক-তৃতীয়াংশে এসে এগিয়ে যায় জাভি হার্নান্দেজের দল। 

তবে সেই স্বস্তি বেশিক্ষণ ধরে রাখতে পারলো না কাতালানরা। ৭৫তম মিনিটে এসে দারুণ এক গোলে নাপোলিক ম্যাচে ফেরান ভিক্টর ওসিমেন। সেখান থেকে শেষ পর্যন্ত আক্রমণে তেমন আর মাত্রা জাগাতে পারেনি দুই দল। এবং ম্যাচ শেষ হয় ১-১ স্কোরলাইনে। 

শেষ ষোলোর পরের লেগ ম্যাচটি বার্সেলোনায়। আগামী ১২ মার্চ বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। 

এদিকে রাতের আরেক ম্যাচে পোর্তোর বিপক্ষে আর্সেনালের ম্যাচটিও যাচ্ছিল ড্রয়ের পথে। ম্যাচের মূল ৯০ মিনিটেও গোলের দেখা পায়নি কেউই। তবে যোগ করা সময়ে ৯০+৪ মিনিটে ভেন্ডারসন গালেনোর গোলে হতাশ হতে হয় গানারদের। এতে ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলের জয় পায় পোর্তো। 

সম্পর্কিত খবর