রোহিতদের নজর সিরিজ জয়ে, স্টোকসদের সমতায়
ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের শেষ হয়েছে তিন ম্যাচ। সেখানে ফলাফল এসেছে তিন ম্যাচেই। সিরিজের প্রথম ম্যাচে ইংলিশরা জিতলেও পরের দুই ম্যাচে দাপুটে জয়ে ঘরের মাঠে সিরিজের এই অবস্থানে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
ধর্মশালায় শেষ টেস্টটির আগে আগামীকাল সিরিজের চতুর্থ টেস্ট রাঁচিতে। সিরিজে জয়ের হ্যাটট্রিক করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে চাইবে রোহিত শর্মার দল। এদিকে টানা দুই ম্যাচ হেরেও সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।
রাজকোট টেস্ট শেষে পুরস্কার বিতরণীতে ইংল্যান্ড অধিনায়ক বলেছিলেন, ‘আপনি যেভাবে চান, সব সময় সবকিছু সেভাবে হয় না। আমরা সিরিজে ২–১ ব্যবধানে পিছিয়ে পড়েছি। তবে এখনো দুই ম্যাচ বাকি। তাই এখান থেকেও ৩–২ ব্যবধানে সিরিজ জিতে ট্রফি নিয়ে ঘরে ফেরার দারুণ সুযোগ আছে।’
তবে সেই পথ এখনো দূরে। আপাতত সিরিজ সমতায় আনার কথায় ভাববে ইংলিশরা। সেখানে এবার রাঁচি টেস্টে বোলিং-ব্যাটিং উভয়েই পরিবর্তন আনতে পারে দলটি। ব্যাটিং দিকে, জো রুট ঠিক ইংলিশদ্দের বাজবলের সঙ্গে ফিট যাচ্ছে না! এমনটা মন্তব্য করছিল সাবেক ক্রিকেটাররা। এমন গুঞ্জন সত্যি হলে হয়তো পরের ম্যাচে রুটের জায়গা দেখা মিলতে পারে অন্য ব্যাটারের।
এদিকে ব্যাটে-বলে দুইয়েই দারুণ ছন্দে আছেন স্বাগতিক দলের ক্রিকেটাররা। বিশাখাপত্তনের পর রাজকোটেও ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন যশস্বী জয়সওয়াল। এদিকে রাজকোটে সংগ্রামের অবসান হয়ে দুই ইনিংসেই ফিফটি তুলে নিজের সক্ষমতার জানান দেন সরফরাজ। এতে ব্যাটিং লাইনআপ একি থাকার সম্ভাবনা থাকলেও বোলিংয়ে আসতে পারে পরিবর্তন।
সিরিজে এখন পর্যন্ত দারুণ বোলিং করে চলেছেন পেসার জশপ্রীত বুমরাহ। ৩ ম্যাচে ১৭ উইকেট নিয়ে আছেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে। তবে চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটিয়ে ফেরার পর চাপ যেন বাড়তি না হয়ে যায় সেটি মাথায় রেখেই রাঁচিতে সম্ভাব্য বিশ্রামে যাচ্ছেন এই ডানহাতি পেসার।