সিরিজ বাঁচাতে একাদশে রবিনসন-বশিরকে ফিরিয়েছে ইংল্যান্ড

সিরিজ বাঁচাতে একাদশে রবিনসন-বশিরকে ফিরিয়েছে ইংল্যান্ড

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে ইংল্যান্ড। সিরিজে বাঁচাতে আগামীকাল ফের ভারতের বিপক্ষে মাঠে নামছে বেন স্টোকসের দল। যেই দলে টিকে গেছেন আলোচিত জো রুট ও জনি বেয়ারস্টো। চলতি সিরিজটা ভালো না কাটলেও তাদের ওপর আস্থা রেখেছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। তবে এই দুই জন টিকে গেলেন বাদ পড়তে হয়েছে মার্ক উড ও রেহান আহমেদকে। তাদের জায়গায় রাঁচি টেস্টের একাদশে ফেরানো হয়েছে অলি রবিনসন ও শোয়েব বশিরকে।

চলতি সিরিজে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়েছেন রবিনসন। একই সাথে এটিই হতে যাচ্ছে ভারতের তার প্রথম টেস্ট। পেস বোলিংয়ে জেমস অ্যান্ডারসনের সঙ্গী হবেন তিনি।

অন্যদিকে রেহান আহমেদকে বসিয়ে এই টেস্টে সুযোগ দেওয়া হয়েছে বশিরকে। চলতি সিরিজে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো মাঠে নামছেন এই স্পিনার। এর আগে বিশাখাপত্তনমে টেস্টে অভিষেকে ১৩৮ রান খরচায় ৩ উইকেট এবং ৫৮ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও পরের টেস্টে জায়গা হয়নি তার। তবে এবার ফের সুযোগ পেয়েছেন এই স্পিনার। স্পিনে তার সঙ্গে থাকবেন টম হার্টলি ও জো রুট।

রাঁচি টেস্টে বশিরকে দলে ফেরানো নিয়ে স্টোকস বলেন, ‘দেখে মনে হচ্ছে উইকেট স্পিন সহায়ক হতে চলেছে। আমার কাছে তো মনে হয় এটি বশিরের মতো একজনের জন্যই এই উইকেটে। যে উচ্চ রিলিজ পয়েন্ট থেকে বল ছাড়ে। এই উইকেটে তিনি যে অতিরিক্ত বাউন্স পাবেন তা আমাদের জন্য দারুণ কাজে আসবে বলে মনে হয়।’

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), টম হার্টলি, অলি রবিনসন, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির

সম্পর্কিত খবর