বরিশালের তুরুপের তাস ‘গোল্ডম্যান মায়ার্স’

বরিশালের তুরুপের তাস ‘গোল্ডম্যান মায়ার্স’

গোল্ডম্যান মায়ার্স। গলায় স্বর্নের বাহারি চেইন ঝুলিয়ে পেস বোলিং করাটাকে রীতিমতো শিল্প বানিয়ে ফেলেছেন ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মায়ার্স। জানেন কি এই বাহারি চেইনে স্বর্নের পরিমাণ কতখানি? জানা গেছে পাঁচ ভরী স্বর্ণের চেইন গলার ঝুলিয়ে বোলিং-ব্যাটিং করেন এই ক্যারিবিয়ান।

শুধুই কী পেস বোলিং? বিপিএলে তার বলে রীতিমতো খাবি খেতে হচ্ছে ব্যাটারদের। দুই ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট। তাও আবার বেশ ভালোই বোলিং গড় - ইকোনমি এবং মিতব্যয়ী স্ট্রাইক রেটে। 

বল হাতে দুই ইনিংসে শিকার করেছেন পাঁচ উইকেট। গড় চোখ কপালে ওঠার মতো, মাত্র সাড়ে আট। প্রতি উইকেটের জন্য বল করেছেন সাড়ে নয়টা করে। ইকোনমিও সাড়ে পাঁচেরও কম। 

শুধু কি বল হাতে?  ব্যাট হাতেও দুর্দান্ত এই ক্যারিবিয়ান ওপেনার। এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন, দুইদিনই ব্যাট হাতে খেলেছেন বড় ইনিংস। দুই খেলেছেন ফোরটি প্লাস ইনিংস। তবে দুর্ভাগ্যবশত একটা দিনও ফিফটি করতে পারেননি। 

প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে ৩১ বলে ৪৮। অন্য ম্যাচে রংপুরের বিপক্ষে ২৭ বলে ৪৬। স্ট্রাইক রেট ১৬২। গড়ও পঞ্চাশের কাছাকাছি। প্রতি ম্যাচেই গড়ে সাড়ে তিনটা চার আর গড়ে তিনটা করে ছক্কা হাঁকাচ্ছেন এই ব্যাটার। 

বাংলাদেশে এসে ফরচুন বরিশালের প্রথম ম্যাচেই হয়েছে ম্যাচসেরা। প্লে অফের বাঁচা মরার লড়াইয়েও বড় ভরসা নিয়মিত আইপিএল খেলা এই ক্যারিবিয়ান। প্লে অফে গেলে বড় কিছু করতেও নিশ্চয়ই এই গোল্ডম্যানই দলটার ট্রাম্প কার্ড।

সম্পর্কিত খবর