টেস্ট সিরিজেও সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে আসছে মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে এই সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানকে পাবে না স্বাগতিকরা। এবার জানা গেল, টেস্ট সিরিজেও বাংলাদেশকে খেলতে হবে সাকিবকে ছাড়াই।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। সাকিব টেস্ট সিরিজে খেলবেন কি না এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘না। ও তো শ্রীলঙ্কা সিরিজ খেকে ব্রেক নিয়েছে।’
টেস্ট সিরিজেও সাকিবের না থাকার ফলে বাংলাদেশের জার্সি গায়ে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের ফেরাটা আরও দীর্ঘায়িতই হলো। সবশেষ তাকে বাংলাদেশের হয়ে খেলতে দেখা গিয়েছিল গত ওয়ানডে বিশ্বকাপে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলে আঙুলের চোটে ছিটকে গিয়েছিলেন তিনি।
আঙুলের চোটের আগে থেকেই তার আরও বড় সমস্যা ধরা পড়েছিল। চোখের সমস্যার কারণে পুরো বিশ্বকাপেই পারফর্ম করতে পারেননি তিনি। চাপের কারণে সৃষ্ট এই সমস্যার সমাধানে তিনি কয়েক দফায় ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। তবে সে সমস্যা পুরোপুরি কাটেনি। মূলত সে কারণেই তিনি শ্রীলঙ্কা সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।