সিরিজের মাঝপথে ভারত ছাড়লেন রেহান
ভারত সফরের প্রথম তিন টেস্টেই একাদশে ছিলেন ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদ। তবে উইকেট এবং পেস-স্পিন কম্বিনেশন মেলাতেই চতুর্থ টেস্টের একাদশে জায়গা মেলেনি তার। তার পরিবর্তে একাদশে ফিরেছেন আরেক স্পিনার শোয়েব বশির। এদিকে রেহানকে ছাড়াই যতক্ষণে আজ (শুক্রবার) রাঁচির মাঠে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট, ততক্ষণে নিজ দেশের উদ্দেশ্য রওনা দিয়েছেন রেহান। জানা গেছে, ব্যক্তিগত কারণেই সিরিজ মাঝপথে ছেড়েছেন ভারত।
রাঁচিতে টসের পর এক বিবৃতিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, জরুরি পারিবারিক কারণেই দেশে ফিরে যাচ্ছেন রেহান। এবং চলমান এই সিরিজে আর ফিরবেন না দলে। তার পরিবর্তে অন্য কোনো ক্রিকেটারকেও নেওয়া হবে না।
এদিকে রেহানের একাদশে না থাকা দিয়ে দল ছাড়ার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। গতকালও দলের সঙ্গে অনুশীলন করেছেন রেহান। এবং দল ঘোষণার পরই পারিবারিক কারণে কথা জানতে পারেন তিনি।
সিরিজের প্রথম তিন টেস্টে ৪৪ বোলিং গড়ে ১১টি উইকেট নিয়েছেন ১৯ বছর বয়সী এই তরুণ পেসার।
এদিকে রেহান যখন নিজ দেশের পথে তখন রাঁচিতে ব্যাটিং বিপর্যয়ে তার দল। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ১১২ রানেই সাজঘরে ফিরেছে অর্ধেক দল। তবে সেই চাপ কিছুটা সামলে নিয়েছেন ২২ গজে বর্তমান দুই ব্যাটার জো রুট ও বেন ফোকস। ইতিমধ্যেই গড়েছেন ৮৫ রানের জুটি। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত চা বিরতিতে যাওয়ার আগে ৬১ ওভার শেষে ৫ উইকেটে ১৯৮ রান তুলেছে বেন স্টোকসের দল। সিরিজের শুরুর দিন ম্যাচে রান খরা কাটলেও রাঁচির প্রথম দিনে হাসছে ইংলিশ তারকা ব্যাটার জো রুটের ব্যাট। অপরাজিত আছেন ৬৭ রানে।
আগের ম্যাচে ব্যাট হাতে অভিষেক রাঙিয়েছিলেন সরফরাজ খান। এবার বল হাতে রাঁচিতে নিজের অভিষেকের দিনে শুরুর তিন ইংলিশ ব্যাটারকেই সাজঘরের রাস্তা মাপিয়েছেন পেসার আকাশ দীপ।