প্রথম ইনিংসেই প্লে অফের ঘ্রাণ পাচ্ছে বরিশাল

প্রথম ইনিংসেই প্লে অফের ঘ্রাণ পাচ্ছে বরিশাল

প্লে অফের সমীকরণ আগেই মিলিয়ে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে সেই সমীকরণ এখনও মেলাতে পারেনি ফরচুন বরিশাল। লিগ পর্বে এটিই তাদের শেষ ম্যাচ। সমীকরণটাও সহজ। জিতলেই মিলবে প্লে অফের টিকিট। হারলেও অবশ্য সুযোগ থাকবে; তবে বাদ পড়ার সম্ভাবনাটাও কম নয়।

এমন ম্যাচে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়ে অল্পতেই বেধে ফেলেছে বরিশাল। নিয়ন্ত্রিত বোলিংয়ে শক্তিশালী কুমিল্লাকে আটকে দিয়েছে ১৪০ রানে। তাতে প্লে অফের ঘ্রাণটা বেশ ভালোভাবেই পেতে শুরু করেছে বরিশাল। বাকি কাজটুকু এখন সারতে হবে দলটির ব্যাটারদের।

এদিন কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়ে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেছে বরিশাল। প্লে অফের সমীকরণ মেলাতে হিসেবি ছিল দলটির বোলাররা। যার ফলে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারছিল না লিটন দাসের দল। নিয়মিত বিরতিতেই উইকেট পড়েছে দলটির। বরিশালের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি কুমিল্লার কোনো ব্যাটার। ইনিংসের শুরু পেলেও টানতে পারেনি দলটির ব্যাটাররা। আগের দিনের নায়ক আন্দ্রে রাসেল এদিন শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি।

কুমিল্লার লম্বা ব্যাটিং অর্ডার কার্যত ব্যর্থ হয়েছে বরিশালের বোলারদের সামনে। দলীয় শত রানের আগেই ৭ উইকেট নেই দলটির। এটাকে যেন সুযোগ হিসেবেই নিলেন জাকের আলী। ব্যাট হাতে নিজের ফিনিশিং রোলটা প্রমাণ করলেন আরও একবার। স্রোতের বিপরীতে ব্যাট হাতে দাঁড়িয়ে খেললেন ১৬ বলে ৩৮ রানের একটা ইনিংস। আর তাতেই ধুঁকতে থাকা কুমিল্লা স্কোরবোর্ডে পেল লড়াই করার পুঁজি।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৪০/৮;(হৃদয় ২৫, মঈন ২৩, জাকের ৩৮* ; তাইজুল ৩/২০, ম্যাককয় ২/৪০)

সম্পর্কিত খবর