কিউইদের ধসিয়ে সিরিজ জিতল অজিরা
আগের ম্যাচে হারলেও ম্যাচটাকে শেষ বল অব্ধি টেনে নিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। এ ম্যাচে লড়াইই করতে পারেনি। সিরিজ বাঁচানোর ম্যাচে অজিদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। ১৭৪ রানের জবাবে মাত্র ১০২ রান তুলেই গুটিয়ে গেছে মিচেল স্যান্টনারের দল। বিপরীতে ৭২ রানের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে সফরকারী অস্ট্রেলিয়া।
সিরিজ বাঁচানো ম্যাচে অজিদের প্রথমে ব্যাট করতে পাঠিয়ে ১৭৪ রানে অলআউট করে দেয় নিউজিল্যান্ড। যেখানে অজি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪৫ রান আসে ওপেনার ট্র্যাভিস হেডের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন প্যাট কামিন্স। কিউই বোলারদের মধ্যে ১২ রান খরচায় ৪ উইকেট নেন লকি ফার্গুসন।
অকল্যান্ডের উইকেটে লক্ষ্যটা খুব একটা বেশি ছিল না কিউইদের জন্য। তবে সেই লক্ষ্যটা পাহাড়সম হয়ে দাঁড়ায় দলীয় ২৯ রানে ৪ উইকেট হারালে। এরপর গ্লেন ফিলিপস এসে এক প্রান্ত আগলে রেখে টানছিলেন কিউইদের। জয়ের স্বপ্নটা জিইয়ে রেখেছিলেন এই ব্যাটার। এরপর ৭৪ রানে আরও দুই ব্যাটার ফিরলে চাপ সামাল দিতে পারেননি ফিলিপস। ব্যক্তিগত ৪২ রানে ফিরে যান তিনিও।
ম্যাচটা ওখানেই হেরে যায় কিউইরা। শেষ দিকে বাকিরা হারের ব্যবধান কমানোর চেষ্টা করলেও অজি বোলারদের বিপক্ষে খুব বেশি এগুতে পারেনি। ১৭ ওভারেই ১০২ রানে অলআউট হতে হয়েছে তাদের। ম্যাচের সঙ্গে হারতে হয়েছে সিরিজটাও। যেখানে একাই ৪ উইকেট শিকার করেছেন অ্যাডাম জাম্পা। সিরিজ হারায় হোয়াইটওয়াশ এড়ানোটাই এখন কিউইদের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ জিততে আগামী ২৫ ফেব্রুয়ারি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে তারা।
সংক্ষিপ্ত স্কোরকার্ড: (দ্বিতীয় টি-টোয়েন্টি)
অস্ট্রেলিয়া: ১৭৪ (১৯.৫ ওভার) (হেড ৪৫, কামিন্স ২৮, মার্শ ২৫; ফার্গুসন ৪/১২, সিয়ার্স ২/২৯, স্যান্টনার ২/৩৫)
নিউজিল্যান্ড: ১০২ (১৭ ওভার) (ফিলিপস ৪২, বোল্ট ১৬; জ্যাম্পা ৪/৩৪, এলিস ২/১৬)
ফলাফল: অস্ট্রেলিয়া ৭২ রান জয়ী
ম্যাচসেরা: প্যাট কামিন্স