রুটের সেঞ্চুরি, দিনটা নিজেদের করতে পারল না ভারত

  • নিউজরুম এডিটর
  • ০৫:১৫ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

ইংল্যান্ডের নতুন ঘরানার বাজবলের সঙ্গে তাল মেলাতে পারছিলেন না জো রুট। ইংল্যান্ডের অন্যতম সেরা টেস্ট ব্যাটার পাচ্ছিলেন না রান। ছিলেন বাদ পড়ার শঙ্কায়। তবে বাদ পড়ার আগে নিজস্ব স্টাইলে তাকে ক্রিকেট খেলার আহ্বান জানিয়েছিল দেশটির সাবেক ক্রিকেটাররা। মাইকেল ভন তো ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টকে এক রকম অনুরোধের সুরেই বলে বসলেন, রুট বাজবল না খেলেই টেস্টে ১০ হাজারের বেশি রান করেছে। কাজেই তাকে তার মতো করে খেলতে দিন।

তার সেই কথায় যেন কাজে লাগল অবশেষে। বাদ পড়ার শঙ্কা এড়িয়ে রাঁচি টেস্টেও সুযোগ পেলেন রুট। খেললেন সেই চিরচেনা ঢংয়ে। রান তুললেন ধীরস্থির শান্ত মেজাজে। তাতেই কাটল ব্যাটে রান খরা। রাঁচিতে সিরিজ বাঁচানোর টেস্টে ইংলিশ ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ ছাপিয়ে ভারতের বিপক্ষে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি। সব মিলিয়ে যা তার টেস্টে ক্যারিয়ারের ৩১ তম। ২১৯ বলে করা তার এই বিশেষ সেঞ্চুরিতে মান বেঁচেছে ইংল্যান্ডেরও। প্রথম দিনে আলআউট হতে হয়নি বেন স্টোকসের দলকে।

এদিন অলআউট হওয়ার শঙ্কা এড়িয়ে স্কোরবোর্ডে ৭ উইকেটে ৩০২ রান জমা করে দিনের খেলা শেষ করেছে সফরকারী ইংল্যান্ড। দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন প্রথম দিনে ১০৬ রানে অপরাজিত থাকা রুট। তাকে সঙ্গ দিতে উইকেটে আসবেন এই সিরিজে প্রথমবার খেলতে নামা অলি রবিনসন। তিনি উইকেটে আসবেন ৩১ রানে।

এর আগে টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ইংল্যান্ড। তবে এরপর থিতু হয়ে ফিরতে হয়েছে বেন ডাকেট ও অলি পোপকে। এরপর বেন ডাকেটও টানতে পারেননি বেশি দূর। ৪৭ থেকে ৫৭, মাঝের ১০ রানের ব্যবধানে তিন উইকেট নেই ইংল্যান্ডের। দলকে টেনে তোলার চেষ্টা করেন জো রুট। জনি বেয়ারস্টোকে নিয়ে হাল ধরেন। তবে বেয়ারস্টো অতি আগ্রাসী হলে ৩৮ রানেই সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর অধিনায়ক বেন স্টোকসও ফিরে যান দ্রুতই। ফের বিপদে পড়ে ইংল্যান্ড।

তবে উইকেটের এক প্রান্ত আগলে রেখেছিলেন রুট। লম্বা সময় সঙ্গ পান বেন ফোকসের থেকে। ফিফটির পথে ছিলেন ফোকস। ৪৭ রানে তিনি ফিরলে বাকি দিনটা অলি পোপকে নিয়ে শেষ করে আসেন রুট। তাদের দু’জনের জুটিতে শেষ বিকেলে জমা হয় ৫৭ রান।

সংক্ষিপ্ত স্কোরকার্ড: প্রথম দিন শেষে
ইংল্যান্ড: ৩০২/৭; (ক্রাউলি ৪২, রুট ১০৬*, বেয়ারস্টো ৩৮, ফোকস ৪৭, রবিনসন ৩১*; আকাশ ৩/৭০, সিরাজ ২/৬০)

খেলার দুনিয়া | ফলো করুন :